ভাইরাল

‘নেশা করে আছি, তাও বলতে চাই…’, ম’দ্য’প অবস্থায় রাত ২টোর সময় বসকে মেসেজ কর্মীর, উগড়ে দিলেন মনের কথা, তারপর?

রঙিন তরল পেটে পড়লে অনেকেই অনেক সময় নানান কাণ্ড ঘটিয়ে ফেলেন। নেশার ঘোরে মানুষ এমন অনেক কাজ করে ফেলেন যা হয়ত সুস্থ থাকা অবস্থায় তা করার কথা ভাবতেও পারেন না তারা। ম’দ্যপান করে প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে মেসেজ বা ফোন করার ঘটনা নতুন কিছু নয়। তবে ম’দ্য’প অবস্থায় অফিসের বসকে মেসেজ? তাও আবার রাত ২টোর সময়? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটালেন এক ব্যক্তি। তারপর কী ঘটল ওই কর্মীর সঙ্গে?

বেসরকারি অফিস মানেই উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান অভিযোগ। কখনও বসের দুর্বব্যহার, আবার কখনও কর্মীর কাজের মূল্য না দেওয়া, এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় এখন আকছার দেখা যায়। এর জেরে অনেকেই চাকরি ছাড়তেও বাধ্য হন। কিন্তু বস মানেই কর্মীর কাছে খারাপ এমন ধারণা যে ঠিক নয় তারই প্রমাণ দিয়েছেন এক কর্মী। ম’দ্য’প অবস্থায় রাত ২টোর সময় বসকে মনের কথা জানালেন কর্মী। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল বসকে পাঠানো ওই কর্মীর মেসেজ।

কী লিখেছেন ওই কর্মী?

রাত ২টো ১৬ মিনিটে করা বসের প্রতি নিজের মুগ্ধতার কথা লেখেন ওই কর্মী। তিনি লেখেন, “বস, আমি নেশাগ্রস্ত। কিন্তু একটা কথা বলতে চাই। আমার উপরে ভরসা রাখার জন্য ধন্যবাদ। যেভাবে আমাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন তার জন্যও ধন্যবাদ। একটা ভালো সংস্থা পাওয়ার মতোই ভাল ম্যানেজার পাওয়াও শক্ত। সুতরাং আমি ভাগ্যবান। তাই আপনাকে স্বীকৃতি দিতে চাই। বাই”।

ওই কর্মীর এই হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ত্রিনশট ওই বস সিদ্ধান্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরই সঙ্গে মজার ছলে লিখেছেন, “ম’দ খেয়ে প্রাক্তন মেসেজ করলে ঠিক আছে, কিন্তু এরকম ড্রাঙ্ক টেক্সট পেয়েছেন কখনও”? এই পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়  নেটদুনিয়ায়।

এমন আবেগপ্রবণ মেসেজ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। অনেকেই ওই কর্মীর ‘বসভাগ্য’ বা ওই বসের ‘কর্মীভাগ্য’ দেখে বেশ হিংসাও করেছেন। তবে এই পোস্ট এখন চূড়ান্ত ভাইরাল।

Back to top button
%d bloggers like this: