বিদেশ থেকেই ইডি-কে তীব্র আক্রমণ অভিষেকের, ‘আদালতে প্রমাণ দিতে ব্যর্থ, স্পষ্টভাবে অভিযোগ করার সাহস নেই ইডির’, খোঁচা তৃণমূল নেতার

চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তিনি। আর সেখান থেকেও ইডি-কে শানাতে ছাড়লেন না তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে ইডি-কে খোঁচা দিয়ে অভিষেকের বক্তব্য, দেশের প্রতি কেন্দ্রীয় এই সংস্থার যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করছেন না তদন্তকারীরা। অভিষেকের কথায়, “সত্যেরই জয় হবে”।
কী বলেন অভিষেক?
তৃণমূল নেতার কথায়, বাংলার বিরোধী দল বিজেপি ও ইডি-রও স্পষ্টভাবে কোনও অভিযোগ করার সৎ সাহস নেই। বিদেশ যাত্রাকে কেন্দ্র করে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছেন অভিষেক। সেই প্রেক্ষিতেই এমন টুইট করে বিরোধী ও ইডি-কে একহাত নিলেন অভিষেক।
TRUTH is MIGHTY and will PREVAIL. 💪🏻 pic.twitter.com/d4jff2T3cq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2023
এর আগেও বারবার ইডি-কে আক্রমণ শানিয়েছেন অভিষেক
এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার শাসক তল তথা অভিষেক অভিযোগ করেছেন যে ইডিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। একাধিকবার ইডি-র তলবের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে ইডি তলব করেছিল অভিষেককে। এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও কুন্তল ঘোষের একটি চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিলেন তদন্তকারীরা।
সেই সময় অভিষেক অভিযোগ করেছিলেন যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। পাশাপাশি এও হুঁশিয়ারি দিয়েছিলেন, যতই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হোক, পরিবারের সদস্য, স্ত্রী-সন্তানকে হেনস্থা করা হোক, তবুও তিনি অসত্যের কাছে মাথা নত করবেন না।
এর আগে একাধিক সভা থেকেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি সরাসরি বলেন যে ইডি-সিবিআই রাজনৈতিক নেতাদের কথায় চলে। তাঁর বিদেশ যাত্রা নিয়েও কম জলঘোলা, বিতর্ক তৈরি হয়নি। সেসবের মধ্যেই এবার টুইট করে ইডি-কে আক্রমণ করলেন অভিষেক যা বেশ ইঙ্গিতবাহী বার্তা বহন করছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।