ভাইরাল

অদ্ভুত কাণ্ড! রাস্তায় বড্ড জ্যাম, শর্টকাটের জন্য অটো ফুটব্রিজে উঠিয়ে দিলেন চালক, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা

শহরের রাস্তায় জ্যাম কোনও অস্বাভাবিক ঘটনা নয়। যে কোনও বড় বড় শহরেই নিত্য লেগে থাকে যানজট। দিনদিন গাড়ির সংখ্যা যত বাড়ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে যানজটও। এই যানজট এড়াতে এবার এক অদ্ভুত ঘটনা ঘটিয়ে বসলেন এক অটোচালক। বেশ কিছুক্ষণ সিগন্যালে আটকে থাকার পর ধৈর্য হারিয়ে অটো নিয়ে উঠে পড়লেন ফুটব্রিজেই। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কী ঘটেছে ঘটনাটি?

দিল্লির হামদর্দ নগর রেড লাইট সঙ্গম বিহার ট্রাফিক সার্কেলে এই ঘটনা ঘটেছে। ১৫ সেকন্ডের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হঠাৎই হুড়ুমুড় করে ফুটব্রিজ ধরে উঠছে একটি অটো। এই ঘটনার সময় যারা সেখানে ছিলেন, চমকে যান তারা। অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। সে সবে অবশ্য কেয়ার করেননি অটোচালক। তবে এমন এক সাহসী কাজ করে ফেঁসে গিয়েছেন অভিযুক্ত।

অটোচালকের এমন অদ্ভূত কাণ্ড দেখে তাজ্জব হয়ে যান সকলে। শুধু চালকই নয়, ওই চালককে সঙ্গ দিয়েছেন আর এক ব্যক্তিও। ভিডিওতে দেখা গিয়েছে, অটোটি যখন ফুটব্রিজে উঠতে শুরু করেছে তখন পিছন থেকে দৌড়ে গিয়ে এক লাফে অটোর ভিতরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। 

জানা গিয়েছে, ওই অটোচালকের নাম মুন্না, বয়স ২৫ বছর। ওই অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। যে যুবককে লাফিয়ে ওই অটোর মধ্যে উঠতে দেখা গিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ ভিডিও দেখে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বেশ মজার ছলে বলেছেন, “এমন শর্টকার্ট রাস্তা বেশ ভালো। অফিস টাইমে কাজে লাগবে”। এমন ভিডিও দেখে অনেকেই মজা পেলেও, অনেক নেটিজেনই আবার এই ঘটনার নিন্দাও করেছেন। তাদের কথায়, এই ঘটনার ফলে কোনও এক বড় বিপদও ঘটতে পারত।

Back to top button
%d bloggers like this: