ভাইরাল

ফের বিতর্ক! লোকাল ট্রেনের মধ্যেই বেলি ডান্স তরুণীর, ভিডিও ভাইরাল হতেই রেল কর্তৃপক্ষ যা করল…

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় যেন সকলেই পরিচিতি পেতে চায়। নানান কর্মকাণ্ড করে ভাইরাল হতে চায় অনেকেই। আর ভাইরাল হওয়ার জন্য যে কোনও ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন অনেকেই। সেই কাজ করলে তিনি বা তারা বিপদে পড়তে পারেন, তা জেনেও সেই কাজ করেন তারা।

আজকাল লোকাল ট্রেনের নানান ভিডিও আমাদের সামনে আসে। কখনও ঝগড়াঝাঁটির ভিডিও তো কখনও বার অন্য কিছু। এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে এক তরুণীকে লোকাল ট্রেনের মধ্যে বেলি ডান্স করতে দেখা গিয়েছে।

কী দেখা যাচ্ছে ভিডিওতে?

এই ভিডিওতে এক তরুণী চলমান লোকাল ট্রেনের মধ্যেই বেলি ডান্স করছেন। এই ভিডিও দ্রুত সবার মনোযোগ আকর্ষণ করে। এই ভিডিওটি আপলোড করে ক্যাপশন দেওয়া হয় “বিনোদন… এখন মুম্বাই লোকাল ট্রেনের ভিতরে বেলি ড্যান্স হচ্ছে। মনে হচ্ছে #MumbaiLocal Trains হল প্রতিভা প্রদর্শনের সবচেয়ে আনন্দের জায়গা।

এই ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কিছু মানুষ এটিকে বিনোদন হিসেবে দেখেছেন। আবার একাংশ এমন ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। ওই ভিডিওতে দেখা যাওয়া মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানানো হয়েছে। এই ঘটনার সঠিক তারিখ এবং স্থান অনিশ্চিত রয়েছে। তবে সূত্র মারফত জানা গিয়েছে যে এটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং স্যান্ডহার্স্ট রোড স্টেশনগুলির মধ্যে কোথাও করা হয়েছে। এই ঘটনার জেরে পাবলিক ট্রান্সপোর্টে নিয়ম বজায় ও জনসাধারণের আচরণের ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে।

কী জানাল রেল কর্তৃপক্ষ?

সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার একটি প্রতিক্রিয়া পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি যাত্রীদের ট্রেন ভ্রমণের সময় এই ধরনের কার্যকলাপ এবং স্টান্ট না করতে অনুরোধ করেছেন। তিনি জোর দেন যে ট্রেনগুলি পাবলিক ট্রান্সপোর্টের জন্য রয়েছে, এই ধরনের পারফরম্যান্সের জন্য নয়।

Back to top button
%d