রাজ্য

হোস্টেলের খাবারে টিকটিকি, খাবার খাওয়ার পরই বমি-পেট ব্যাথা, অসুস্থ হয়ে হাসপাতালে ১৫০ স্কুল পড়ুয়া

রাতের খাবারে পড়েছিল টিকটিকির পা। তা দেখেই খুদেরা চিৎকার শুরু দেয়। আতঙ্ক ছড়ায় গোটা হোস্টেলে। এরপরই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়তে থাকে। নিয়ে যাওয়া হয় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে বেশিরভাগকেই ভর্তি নেওয়া হয়েছে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকূড় জেলাড় ঝরিয়া এলাকায়। ওই এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের আবাসিক স্কুল রয়েছে। কুড়িয়া গ্রামের বেসরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে ১৮০ জন নাবালক শিশু থাকে। গতকাল, বুধবার রাতে রোজকার মতোই রাতের খাবার দেওয়া হয় সকলকে। অভিযোগ, সেই খাবার খাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে।

জানা গিয়েছে, বেশিরভাগ পড়ুয়াই বমি শুরু করে। পেট ব্যাথা শুরু হয় তাদের। স্কুল কর্তৃপক্ষ অসুস্থ পড়ুয়াদের নিয়ে যায় রামপুরহাট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে ভর্তি নেওয়া হয় একাধিক পড়ুয়াকে। সেখানেই চিকিৎসা চলছে সকলের।

কী জানাচ্ছে স্কুল?

এই ঘটনা প্রসঙ্গে স্কুলের শিক্ষক ক্রিসটিফান মুর্মু বলেন, “আসলে খাবারের মধ্যে একটা বাচ্চা টিকটিকির পা দেখতে পায়। সেটা দেখার পর ভয়ে চিৎকার করতে শুরু করে। অন্যরাও ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়। প্রায় দেড়শো জনের কাছাকাছি অসুস্থ রয়েছে”।

Back to top button
%d