নদীতে চড়ে বেড়াচ্ছে শ’য়ে শ’য়ে কুমির, তারই মধ্যে দিয়ে এগিয়ে চলেছে নৌকা, তারপর কী ঘটল? ভিডিও দেখলে গা শিউড়ে উঠবে

কথায় বলে, ‘জলে কুমির, ডাঙায় বাঘ’। তীব্র ভয় পাওয়ার পরিস্থিতি বোঝাতে একথা ব্যবহার করা হয়। জলে নৌকা করে ঘুরতে গেলে দূর থেকেও যদি কুমির দেখা যায়, তাহলেই ভেতরটা যেন শুকিয়ে যায়। সেই জায়গায় যদি এমনটা হয়, আপনি নৌকা করে নদীতে ঘুরছে আর আপনার চারিদিকে শ’য়ে শ’য়ে কুমির, তাহলে? এমনই এক ভিডিও সামনে এল, যা দেখে রীতিমতো গা শিউড়ে উঠেছে সকলের।
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে?
কুমির যে ঠিক কতখানি ভয়ংকর, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। আপনার শরীরের কোনও অংশ বাগে পেলে আর রক্ষে নেই। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর বুক চিড়ে এগিয়ে যাচ্ছে একটি ছোট নৌকা। আর সেই নৌকাকে ধাওয়া করছে একঝাঁক কুমির।
৩৯ সেকেন্ডের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনও কুমির বিশেষজ্ঞও ভয় পেয়ে যাবেন। যদিও ওই নৌকাতে যে ব্যক্তি ছিলেন, তাঁর কোনও ক্ষতি হয়েছে কী না, তা জানা যায়নি।
A terrifying boat pass through a river pic.twitter.com/PZVx55wHWM
— CCTV IDIOTS (@cctvidiots) August 16, 2023
এই ভিডিওটি ঠিক কতদিনের পুরনো বা কোন জায়গার ভিডিও এটি, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুখোড় সাড়া ফেলে দিয়েছে। অনেকের কথাতেই, নৌকার ব্যক্তি যদি বেঁচে ফিরে আসতে পারেন, তাহলে সেটা হবে তাঁর পুনর্জন্ম।