প্রেমিককে জড়িয়ে ধরে বসে প্রেমিকা, জনবহুল রাস্তায় চলন্ত বাইকে উদ্দাম রোম্যান্স যুগলের, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া যুগে প্রতিনিয়তই কিছু না কিছু ভাইরাল হচ্ছে। আর এই ভাইরাল হওয়ার চক্করে কত কিছুই না করতে দেখা যায় মানুষকে। কেউ কেউ ভয়ানক স্টান্ট করেন জীবনের পরোয়া না করেই। এবার এক যুবক-যুবতীর ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
বাইকে যাচ্ছেন এক যুগল। তবে বাইকের পিছনের সিটে নয় বরং প্রেমিকের সামনে অর্থাৎ বাইকের ট্যাঙ্কারের উপর বসে রয়েছেন তার প্রেমিকা। ওই যুবতী তার প্রেমিককে জড়িয়ে ধরে রয়েছেন। জনবহুল রাস্তায় কারোর পরোয়া না করে চলন্ত বাইকের মধ্যেই উদ্দাম রোম্যান্সে মাতল ওই যুগল। ওই যুগলের ভিডিও করে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন।
কী দেখা যাচ্ছে ওই ভিডিওতে?
ভিডিওটি দিল্লির মঙ্গোলপুরির কাছে আউটার রিং রোড ফ্লাইওভারের। ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেটি ফ্লাইওভারে বাইক চালাচ্ছে এবং সে মেয়েটিকে তার সামনের সিটে বসিয়েছে। মেয়েটি তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর ছেলেটি অনেক গাড়িকে ওভারটেক করে, খুব জোরে গাড়ি চালাচ্ছে। অন্য এক ব্যক্তি মোবাইল ক্যামেরায় ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে।
Urban Utsav নামে এক টুইটার পেজ থেকে সেই ভিডিয়ো শেয়ার হওয়ার পর মুহূর্তে হয়ে যায় ভাইরাল। ভিডিওটি শেয়ার করে দিল্লি পুলিশকে ট্যাগ করেছেন। তিনি দিল্লি পুলিশের কাছে এই যুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। ভিডিও দেখে তৎপর হয়েছে দিল্লি পুলিশও।
Idiot's of Delhi
Time – 7:15pm
Day – Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5— 𝖀𝖗𝖇𝖆𝖓 𝖀𝖙𝖘𝖆𝖛 🗨️🦂 (@Buntea) July 16, 2023
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই ভিডিও। লক্ষাধিক ভিউ হয়েছে এই ভিডিওটির। কেউ কেউ কমেন্ট করে লিখেছেন, “এদের জন্যই রাস্তায় অন্যরা বিপদে পরে”। আবার কেউ লিখেছেন, “দিল্লি পুলিশের এদিকে নজর দেওয়া উচিত”। কেউ কমেন্ট করেছেন, “এসব কী হচ্ছে দিল্লিতে, কখনও মেট্রোতে, কখনও পার্কে আবার কখনও রাস্তায় যুগলদের এমনভাবে দেখা যাচ্ছে”।
বলে রাখি, এর আগেও একাধিকবার যুগলের চলন্ত বাইকে বিপজ্জনক স্টান্টের দৃশ্য নজরে এসেছে। এর জন্য পুলিশ পদক্ষেপও নিয়েছে। কিন্তু পরিস্থিতি যে এতটুকু বদলায়নি তা ফের প্রমাণ হল। দিল্লির রাস্তায় ওই যুগল যেভাবে বাইক চালানোর সময়ে রোম্যান্সে মত্ত ছিলেন তাতে যে কোনও মুহূর্তেই বড় কোনও বিপদ ঘটে যেতে পারত।