ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকেই রোম্যান্সে মাতলেন যুগল, বাইক চালাতে চালাতে পেছন ঘুরে প্রেমিকাকে চু’ম্ব’ন যুবকের, ভাইরাল ভিডিও

ব্যস্ত রাস্তায় আশপাশ দিয়ে চলছে অসংখ্য গাড়ি। সেই রাস্তাতেই বাইক চালাতে চালাতেই প্রেমিকার সঙ্গে রোম্যান্সে মাতলেন যুবক। বাইক চালানো অবস্থাতেই পেছন ঘুরে প্রেমিকার ঠোঁটে ঠোঁট বসিয়ে অনর্গল চু’ম্ব’ন। না, কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই এমন ঘটেছে।
আজকাল ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কীই না করে। নানান আজগুবি কাজকর্ম থেকে শুরু করে ব্যস্ত রাস্তায় নানান স্টান্ট করে তারা। আর এমনটা করার ফলে যে তাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাও যেন ভুলে যায় তরুণ প্রজন্ম। একটাই লক্ষ্য, ভাইরাল হতে হবে। এবার ভাইরাল হওয়ার চক্করেই চলন্ত বাইকে উদ্দাম রোম্যান্সে মাতলেন এক যুগল যে ভিডিও দুরন্ত গতিতে এখন ভাইরাল হচ্ছে।
কী দেখা যাচ্ছে ভিডিওতে?
জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি রাজস্থানের জয়পুরের। ভিডিওতে দেখা যাচ্ছে, বাইক চালাচ্ছেন এক যুবক আর তার পিছনে বসে রয়েছেন তার প্রেমিকা। আশপাশ দিয়ে ছুটে যাওয়া ব্য়স্ত গাড়ির রাস্তার মধ্য়েই রোম্যান্সে মত্ত হতে দেখা যায় ওই যুগলকে।
হেলমেট তো পরেনই নি ওই যুবক। বাইক চালাতে চালাতেই পিছনে বসে থাকা প্রেমিকার ঠোঁটে চু’ম্ব’নে মত্ত হন তিনি। এভাবেই সামনের দিকে না তাকিয়ে দিব্যি বাইক চালাচ্ছিলেন ওই যুবক। এর ফলে যে কোনও সময়েই বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিন্তু সেসবের তোয়াক্কা কেই বা করে! এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
এই ভিডিও চোখ এড়ায় নি পুলিশেরও। এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার দাবী তোলেন নেটিজেনরা। ট্র্যাফিক আইন অমান্য করায় ক্ষোভ জারি করেন সকলে।
এই ঘটনাটি নজরে আসতেই পদক্ষেপ নেয় পুলিশ। এক সিনিয়র ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ওই ভিডিওতে গাড়ির লাইসেন্স প্লেটের মাধ্যমে মালিকের নাম ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। তিনি জানান যে ১৯৮৮ মোটর যান আইনের অধীনে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে এই ঘটনায়।