ভাইরাল

সাদা, বাদামীর ভিড়ে গোলাপি পায়রা, নজর কাড়ল সকলের, বাস্তব নাকি কোনও কল্পনা? আসল সত্যিটা কী?

পায়রার রঙ সাধারণত সাদা, ধূসর, বাদামী হয়ে থাকে। কোনও কোনও পায়রার লেজের দিকটায় খানিকটা গোলাপি আভা দেখা গেলেও, তেমন দৃঢ় নয়। কিন্তু আগাগোড়া একটি গোলাপি পায়রা? তা আগে কখনও চোখে পড়ে নি কারোর। এবার তেমনই এক পায়রার ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।

এই পায়রা দেখা গিয়েছে ব্রিটেনের বিউরি শহরে। সেখানেই টাউন সেন্টারের কার্নিশে, কখনও বা চত্বরে ঘুরতে দেখা গেল এমন পায়রা। পায়রার এমন রঙ দেখে তো হতবাক সকলে। আবার আশেপাশের লোকজনের দেওয়া খাবার খুঁটে খুঁটে খেলও সে। ফের উড়ে গেল অন্য কোনও জায়গায়।

এই পায়রার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেখানকার এক স্থানীয় বাসিন্দা হ্যারিয়েট হেয়উড। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি। সেই ছবি দেখে অনেকেই চমকে গেলেও, অনেকেই আবার এই ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কারোর প্রশ্ন, এই পায়রাকে কেউ রঙ করে দেয়নি তো? 

এমন গোলাপি পায়রা নিয়ে হইচই এই প্রথমবার নয়। এর আগেও নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়্যার পার্কেও এমনই গোলাপি পায়রা দেখা গিয়েছিল। সেই গোলাপি পায়রার রহস্য সামনে আসে খুব তাড়াতাড়িই। ওই পায়রাকে উদ্ধার করেছিল স্থানীয় পক্ষীপ্রেমীদের সংগঠন।

জানা গিয়েছিল, শিশুর লিঙ্গ জানানোর বিশেষ পার্টিতে ব্যবহার করার জন্য ওই পায়রার গায়ে রঙ করা হয়েছিল। তবে ব্রিটেনের এই গোলাপি পায়রার রহস্য এখনও জানা যায়নি। তবে তার উপস্থিতি যে স্থানীয়দের মধ্যে কৌতুহল বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।

Back to top button
%d