ভাবা যায়! বহুমূল্য অডি গাড়ি নিয়ে লাল শাক বিক্রি করতে বাজারে আসেন কৃষক, মুহূর্তে ভাইরাল ভিডিও

সোনার ফসল ফলালেও নিজের ঘরে তেমন কিছুই থাকে না, এমন কথাই বলা হয়ে থাকে কৃষকদের জন্য। বিগত কিছু দশকে যে আমাদের দেশে কৃষকদের আর্থিক অবস্থা সেভাবে উন্নত হয়েছে, তা বলা যায় না। তবুও তাদের মধ্যেই অনেকে নিজের মেধা ও পরিশ্রমের জেরে নিজেদের জীবনে বদল এনেছেন। বাকিদের কাছে তারা রোল মডেলই বটে।
এবার তেমনই এক কৃষকের কথা সামনে এল যিনি কৃষিকাজ করেই নিজের জীবনে আমূল বদল এনেছেন। ৫২ লাখ টাকার অডি গাড়ি হাঁকিয়ে বাজারে সবজি বিক্রি করতে যান কেরলের কৃষক সুজিত। ইনস্টাগ্রামেও যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। সম্প্রতি এই যুবকের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাধারণত ভ্যান বা ছোটো গাড়ি করেই সবজি বিক্রি করতে দেখা যায় কৃষক বা সবজি বিক্রেতাদের। একটু অবস্থাসম্পন্ন কৃষকরা ট্রাক্টর নিয়ে যান বাজারে। কিন্তু ৫২ লাখ টাকার অডি এ৪ চেপে সবজি বিক্রি করতে যাওয়ার ঘটনা বিরল।
কী দেখা গিয়েছে ওই ভিডিওতে?
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে গাড়ি চেপে বাজারে আসেন তরুণ কৃষক। এসেই নিজের পোশাক বদলে নেন তিনি। জুতো খুলেই নিজের কাজে লেগে পড়েন। গাড়ি থেকে সবজি বের করে রাস্তার ধারে তা সাজিয়ে বিক্রি শুরু করেন তিনি। লালশাক বিক্রি করতে দেখা যায় ওই তরুণ কৃষককে। কেউ কেউ আবার তাঁর সঙ্গে সেলফিও তোলেন।
View this post on Instagram
এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই শেয়ার করেন সুজিত। আর সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ওই ভিডিওতে। কেউ এই ভিডিও দেখে লিখেছেন, “যে যুবকেরা কৃষিকে পেশা করতে চান, তাদের জন্য আপনি অনুপ্রেরণা”। আবার কেউ সুজিতের উদ্দেশ্যে লিখেছেন, “আপনি অনেকের রোল মডেল”।
বলে রাখি, নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে নানান ভিডিওই পোস্ট করেন সুজিত। নানান ধরণের চাষের পদ্ধতির ভিডিও শেয়ার করেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ লক্ষের বেশি। সুজিতের কথায়, অনেকেই তাঁর কথায় জৈব চাষের কৌশল ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছেন।