‘হাজিরা দিতে পারবেন না, সেটা জানাননি কেন আগে’?, ইডির তলব এড়িয়ে যাওয়ায় হাইকোর্টে তোপের মুখে অভিষেক

আজ, মঙ্গলবার নিয়োগ দুর্নীতির মামলায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই সমন এড়িয়ে দিল্লি গিয়েছেন তিনি। আবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক। সেই মামলায় দ্রুত শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী। এরপরই হাইকোর্টের তোপের মুখে পড়তে হয় তৃণমূল নেতাকে।
এদিনের শুনানিতে হাইকোর্টে অভিষেকের আইনজীবী বলেন, “প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন তলব করা হয়। এর আগেও হাজিরা দেওয়া হয়েছে। এমনকী এই মামলায় ইডির তদন্তকারী অফিসারকে সরানো হয়েছে। ওই সমনের জবাব কীভাবে দেব”?
এদিন বিচারপতি অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, “আপনি ঠিক করে দেবেন কে তদন্ত করবে? সেটা পারেন না”। অভিষেকের আইনজীবী বলেন, “আমি নিশ্চয় তা বলতে পারি না”।
এদিন বিচারপতি সৌমেন সেন অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, “এত তাড়াহুড়ো কেন? আপনার মক্কেলের (অভিষেক বন্দ্যোপাধ্যায়) পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? ইডিকে জানানো উচিত ছিল”। এরপরই ইডির আইনজীবী এদিন বলেন, “উনি (অভিষেক) যদি ব্যস্ত থাকেন আগামীকালও হাজিরা দিতে পারেন”।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় এই মামলায় ইডি আগেও তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত ১৩ সেপ্টেম্বর আদালতের অনুমতিতেই অভিষেককে তলব করা হয়েছিল। সেদিন ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকে না গিয়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক।
এরপর ৩ অক্টোবর ফের তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। অন্যদিকে ২ ও ৩ অক্টোবর কেন্দ্রের বঞ্চনা বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে দিল্লিতে আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। মৌখিকভাবে অভিষেক জানিয়েছিলেন যে তিনি ইডির দফতরে এদিন হাজিরা দেবেন না বরং সাধারণ মানুষের জন্য দিল্লিতে উপস্থিত থাকবেন।
এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন অভিষেক। কিন্তু এদিন তাঁর মামলার শুনানি হয়নি। ফাইল ঠিক সময়ে এসে না পৌঁছনোর কারণে পিছিয়ে গেল অভিষেকের আর্জির শুনানি। আগামীকাল, বুধবার এই শুনানির সম্ভাবনা রয়েছে।