ভাইরাল

অডি গাড়ি করে চা বিক্রি যুবকের, চা বেচেই অডি গাড়ি কিনেছেন নাকি গাড়ি কেনায় চা বেচতে হচ্ছে, প্রশ্ন নেটিজেনদের

গাড়ির দাম ৩ কোটি। কিন্তু সেই গাড়ির যিনি মালিক, তিনি চা বিক্রেতা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। অডি গাড়ির মালিক চা বিক্রেতা। গাড়িটি চালিয়ে নির্দিষ্ট জায়গায় এসে তা দাঁড় করিয়ে পাশে খোলেন চায়ের দোকান। চায়ের দোকান বলতে একটি দু’পায়া টেবিলের উপর বানান চা। আর দুধ-চিনি থাকে গাড়ির ডিকিতে।

এমন ঘটনা ঘটতে এখন রোজই দেখা যাচ্ছে মুম্বইয়ের লোখণ্ডওয়ালাতে। সোশ্যাল মিডিয়ায় এই চা তৈরির কিছু ভিডিও বেশ ভাইরাল হয়েছে এই মুহূর্তে। এমন ভিডিও সকলকে হতবাকই করেছে বটে। সকলের মনেই একটাই প্রশ্ন, গাড়ির মালিক চা বিক্রি করেই এই দামি গাড়ি কিনেছেন নাকি দামি গাড়ি কেনার ফলেই চা বিক্রি করতে হচ্ছে তাঁকে?

যদিও খবর ২৪৭ এই ভিডিওর সত্যতা যাচাই করে নি। আর এই ভিডিও থেকে নেটিজেনদের প্রশ্নের জবাবও মেলেনি। তবে এটা জানা গিয়েছে যে ওই গাড়ির মালিক চা বিক্রি করে অন্তত ওই দামি গাড়ি কেনেন নি। চায়ের দোকান খোলার আগে থেকেই তাঁর এই গাড়িটি ছিল।

 

View this post on Instagram

 

A post shared by ODTea (@ondrivetea)

জানা গিয়েছে, ওই যুবকের নাম নাম অমিত কশ্যপ। বাড়ি সম্ভবত পঞ্জাবে (তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাওয়া সমস্ত গাড়ির নম্বর প্লেট তাই বলছে)। তবে যে অডি গাড়িতে তিনি চা বিক্রি করেন, সেটির নম্বর হরিয়ানা সরকারের দেওয়া। আর তাতে চেপে মুম্বইয়ের লোখণ্ডওয়ালার ব্যাকরোডে চা বিক্রি করতে আসেন তিনি।

এই চায়ের দোকানের নাম ‘অন ড্রাইভ টি’। দোকানের প্রতিষ্ঠাতা অমিত হলেও তাঁর একজন সহ-প্রতিষ্ঠাতা রয়েছে। ‘অন ড্রাইভ টি’ ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তেমনটাই জানা যাচ্ছে। এই দু’জন কীভাবে অডি গাড়ি কিনেছেন, তা এখনও জানা যায়নি অবশ্য। তা নিয়ে রহস্য রয়েই গিয়েছে।

Back to top button
%d bloggers like this: