টিকিট কাউন্টারে রেল কর্মী স্বয়ং হনুমান, মনের আনন্দে দিব্যি কম্পিউটার চালাচ্ছেন পবনপুত্র, ভাইরাল ভিডিও

ব্যস্ত স্টেশনে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে পড়েছে লাইন। কিন্তু টিকিট কাটতে গিয়েই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। সেখানে কোনও রেল কর্মী নয়, বরং টিকিট কাউন্টারের পাশে রেল অনুসন্ধান অফিসে বসে রয়েছেন স্বয়ং পবনপুত্র। দক্ষতার সঙ্গে চালাচ্ছেন কম্পিউটার। পাশে রাখা বইপত্রও উল্টেপাল্টে দেখছে। এই দৃশ্য সামনে আসতেই হইচই পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
লোকে বলে ‘বাঁদরের বাঁদরামি দেখছেন’। তাই বলে সে সরাসরি রেল তথ্যানুসন্ধান ঘরে ঢুকে বেয়াদপি করবে? এরকমই দৃশ্য দেখা গেল বোলপুর স্টেশনে। সেখানে তথ্যানুসন্ধান অফিসে ঢুকে সোজা অফিসারের চেয়ারে বসে পড়ে এক হনুমান । শুধু কী তাই, চেয়ারে বসে কম্পিউটারের কীবোর্ড হাত দিয়ে কাজও করল সে। সে দৃশ্য দেখলে হতবাক হতেই হবে সকলকে।
এমন এক দৃশ্য যে দেখা সম্ভব কেউ ভাবতেও পারেন নি হয়ত। এই দৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমে যায় স্টেশনে। অনুসন্ধান অফিসের সামনে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে হনুমান দেখছে, ভাবা যায়! এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকে।
তবে সেদিকে কোনও হুঁশ নেই সেই হনুমানের। সে মত্ত কম্পিউটার চালাতে। এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টার উপর ওই অফিসে ছিলেন পবনপুত্র। শেষ পর্যন্ত তাকে কলা-বিস্কুট দেখিয়ে বের করে আনা হয় বলে জানা গিয়েছে।