পুজোর আগে গাড়ি কেনার ভাবছেন? বাজেট কম? ৫ লাখের মধ্যে দেখে নিন এই গাড়িগুলি, মাইলেজও দারুণ

গাড়ি কিনতে তো অনেকেই চান, কিন্তু বাজেটের কারণে পিছিয়ে আসেন অনেকে। এর উপ দিনদিন যেভাবে জ্বালানির দাম বাড়ছে, সেই কারণে ইচ্ছাকে মনেই পুষে রাখেন মধ্যবিত্ত মানুষ। তবে কম বাজেটের মধ্যেও এমন কিছু গাড়ি রয়েছে, যা ভালো মাইলেজও দেবে আর আপনার শখও পূরণ করবে।
সেই গাড়িগুলি কী কী, একবার দেখে নেওয়া যাক-
Renault Kwid
গাড়ির বাজারে বেশ পরিচিত নাম রেনল্ট কুইড। কম দামি গাড়িগুলির মধ্যে বেশ জনপ্রিয় রেনল্টের এই গাড়ি। এই গাড়িতে ১ লিটার ইঞ্জিন থাকে যা থেকে সর্বোচ্চ ৫৩ হর্সপাওয়ার ও ৭২ এনএম টর্ক তৈরি হয়। এর সঙ্গে এই গাড়িতে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। রেনল্ট কুইডের মাইলেজ প্রতি লিটারে ২১.৪ কিলোমিটার। এই গাড়িতে রয়েছে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, পাওয়ার উইন্ডো, এয়ার কন্ডিশনিং ইত্যাদি। সুরক্ষার ক্ষেত্রে এই গাড়িতে রয়েছে এই ডুয়াল এয়ার ব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন ইত্যাদি। গাড়ির দাম ৪.৭০ লক্ষ থেকে ৬.৩৩ লক্ষ টাকা।
Maruti Suzuki Tour H1
এই গাড়িটি লঞ্চ হয় ২০২৩ সালে। ৫ লক্ষ টাকার নিচে কোনও গাড়ি কিনতে গেলে, এই গাড়ি অন্যতম। এই গাড়িতে রয়েছে ১ লিটার কে সিরিজ ডুয়ালজেট ইঞ্জিন যা সর্বাধিক ৬৫ হর্সপাওয়ার ও ৮২ এনএম টর্ক তৈরি করে। এই গাড়ির মাইলেজ প্রতি লিটারে ২৪.৬ কিলোমিটার। ভারতীয় বাজারে এই গাড়ি দাম ৪.৮০ লক্ষ থেকে ৫.৭০ লক্ষ টাকা (উভয় মূল্য এক্স-শোরুম)।
এছাড়াও এই একই বাজেটে যে গাড়িগুলি আপনি কিনতে পারেন, সেগুলি হল-
- Maruti Suzuki Alto K10 (1)
- Maruti Suzuki S-Presso (2)
- Maruti Alto 800 (1)