ভাইরাল

বিয়ের মণ্ডপে অন্য যুবতীর সঙ্গে খোশগল্পে মত্ত বর, ‘উচিত শিক্ষা’ দিতে নববধূ যা করলেন…. হতবাক সকলে, মুহূর্তে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নানান সময় কত ধরণের ভিডিও ভাইরাল হয়। আর বিয়ের মরশুমে তো বিয়ের মণ্ডপের বা বর-কনের নানান মজাদাঁড় ভিডিও মাঝেমধ্যেই সামনে আসে। অনেক সময়ই এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে চমকে ওঠেন অনেকেই।

এবার সম্প্রতি, এমন এক নববধূর ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বেশ মজা পেয়েছেন সকলে। নেটিজেনদের মতে, বরকে সঠিক দিশা দেখানোর জন্য নববধূ যে কাণ্ড ঘটিয়েছেন, তা একেবারে সঠিক। কিন্তু কি এমন করলেন সেই নববধূ?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। unzip.world নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বিয়ের মণ্ডপে বসে রয়েছেন নববধূ এবং বর। দেখা বরের পাশে বসে রয়েছেন এক যুবতী। আর বর নববধূকে ছেড়ে যুবতীর সঙ্গেই খোশগল্পে ব্যস্ত। যুবতীর সঙ্গে জমিয়ে গল্প করছেন তিনি।

পাশে নিজের নতুন বউয়ের কথা রীতিমতো যেন ভুলেই গিয়েছেন তিনি। নববধূও এদিকে অনেক চেষ্টা করলেন বরের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার জন্য। কিন্তু লাভ কিছুই হল না। এরপরই নববধূ বিয়ের মণ্ডপে ঘটিয়ে ফেললেন এক কাণ্ড যা দেখে হতবাক সকলে।

অন্য এক যুবতীর সঙ্গে গল্পে মত্ত থাকা বরের মাথায় আচমকাই থাপ্পড় মরে বসলেন নববধূ যাতে সে তাঁর দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারে। হঠাৎ এমন কাণ্ড ঘটায় হতবাক হয়ে বর নববধূর দিকে তাকায়। আর বিষয়টি একটু হালকা করার জন্য হেসে ওঠেন নববধূ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by unzip world (@unzip.world)

এই ভিডিও দেখে নানান ধরণের মজার মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। অনেকের মতেই, নববধূ এমনটা করে একদম উচিত কাজই করেছেন। এমনটাই করা দরকার ছিল। এই মজার ভিডিও দেখে সকলেই বেশ মজাই পেয়েছেন।

Back to top button
%d bloggers like this: