ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহারে বাধা শ্বশুরবাড়ির লোকজনের, বিয়ের ১৫ দিনের মধ্যে স্বামীকে ছেড়ে বাপেরবাড়ি চলে গেলেন নববধূ

সোশ্যাল মিডিয়া এখন যেন আমাদের জীবনের নিত্যসঙ্গী। সকলের হাতে হাতে স্মার্টফোন আর তাতে ইন্টারনেট কানেকশন থাকা মানেই সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্যই এবার স্বামীর ঘর ছাড়তে হল নববধূকে। ফোনে অনেকক্ষণ সময় কাটাতেন ওই নববধূ। তা নিয়ে ক্ষোভ বাড়ে শ্বশুরবাড়ির সদস্যদের। আর সমস্যার শুরু সেখান থেকেই।
ঘটনাটি ঘটেছে বিহারে। সদ্যবিবাহিতা ওই তরুণীর নাম সাবা খাতুন। সাবা পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে চান না। তাঁর কথায়, তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যেরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে দিতে চান না। এমনকি, তাঁর কাছ থেকে তাঁর ফোনটিও কেড়ে নিয়েছেন শ্বশুরবাড়ির সদস্যেরা, এমনটাই অভিযোগ নববধূর।
অন্যদিকে, সাবার শ্বশুরবাড়ির সদস্যদের অভিযোগ, ফোন নিয়ে অশান্তি সাবা নিজেই বাড়িয়েছেন। তিনিই গোটা ঘটনাটি নিজের বাড়িতে ফোন করে জানান। খবর পেয়ে তাঁর মা, বাবা এবং ভাই চলে আসেন। এরপর দুই পরিবারের মধ্যে বচসা বাধে।
সাবার মা-বাবার দাবী, তাঁর মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়ের থেকে ফোন কেড়ে নিয়েছে। এমনকি, তাঁকে নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি। মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে তাদের মেয়ের উপর বলপ্রয়োগ করার অভিযোগ করেন সাবার মা-বাবা।
ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে তুমুল অশান্তি চলছে। অশান্তি থামাতেই সাবার পরিবারের সবাইকে নিয়ে থানায় চলে আসে তারা। সেখানেই সাবা জানান, তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতে চান না। বাবা-মায়ের সঙ্গে নিজের বাড়িতে ফিরে যেতে চান তিনি।
পুলিশ সূত্রে খবর, সাবা আপাতত তাঁর মা-বাবার সঙ্গে তাঁর বাপের বাড়ি ফিরে গিয়েছেন। দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।