দু’টি পা নেই! শুধুমাত্র দু’ হাতের উপর ভর দিয়ে ১৫ হাজার ফুট একাই চড়লেন ভগবান

মনের জোর আর সৎ ইচ্ছা থাকলে সব শারীরিক প্রতিবন্ধকতাকে দূর করা যায়। আপনাদের যার কথা বলব তিনি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে ফেলেছেন। এখন তিনি বহু মানুষের অনুপ্রেরণা।
পাঞ্জাবের ভগবান সিংহ, বছর দশেক আগে ট্রেন দুর্ঘটনায় তাঁর দুটো পা কাটা পরে যায়। শুধুমাত্র দু’ হাতের উপর ভোর দিয়ে তিনি গত ১৯ জুলাই একাই হেমকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভগবান। গত শনিবার তিনি তাঁর লক্ষ্যে পৌঁছে গেছেন।
ভগবান কখনও শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানতে চাননি। ভগবান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিবারের লোকেরা তাঁকে প্রথমে একা ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু, তিনি ঠিক করেন কাউকে সঙ্গে না নিয়েই তাঁর লক্ষ্যপূরণ করবেন।
Hemkund Yatra इसे भक्ति कहें या हौसला, पंजाब निवासी भगवान सिंह सबके लिए नजीर बन गए हैं। वह हाथों के सहारे 15 हजार फीट की ऊंचाई पर स्थित हेमकुंड पहुंच गए। देखें वीडियो#HemkundYatra, #UttarakhandNews pic.twitter.com/U7hduy9a56
— Sunil Negi (@negi0010) July 24, 2022
ভগবান আরও জানিয়েছেন, ‘এই সফরের সময় আমার একবারও মনে হয়নি যে, আমার পা নেই। বরং মনের জোর আর আত্মবিশ্বাসই আমাকে এত দূর টেনে নিয়ে এসেছে।’ এই অদম্য জেদ নিয়েই তিনি পাহাড়ের উঁচু রাস্তা একাই চড়েছেন। ঝড়-বৃষ্টি সমস্ত প্রতিকূলতাকে জয় করে ভগবান নিজের লক্ষ্যে পৌঁছেছেন।