বন্ধুত্বের নিদর্শন! ক্যান্সার আক্রান্ত ছাত্রের পাশে বন্ধুরা, মুখের কথায় নয়, এমনভাবে বন্ধুত্ব ব্যক্ত করার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

‘বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়’ একথাটি অনেক সময় আমরা কথার ছলে উদাহরণসরূপ বলে থাকলেও, এবার কথাটির বাস্তবে রূপ দিয়েছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রের বন্ধুরা। তাদের বন্ধুত্ব যে ভুল নয়, সেকথা মুখে নয় কাজে করে দেখালো তারা।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ক্যান্সার আক্রান্ত এক ছাত্র। চিকিৎসা শেষে স্কুলে গেছে সে। চিকিৎসার জন্য ছাত্রটির মাথার চুল সব কেটে ফেলতে হয়েছে। ওই দিন ছাত্রটি স্কুলে গিয়ে দেখে তার সব বন্ধুরা একে একে চুল কেটে ফেলে তাকে জড়িয়ে ধরছে।
মুখে না বলেও তার বন্ধুরা বুঝিয়ে দেয় এই লড়াইয়ে সে এক নয়, তারাও ওর সঙ্গে আছে। এই ভিডিওটি বহুমানুষের কাছে পৌঁছে গেছে ইতিমধ্যে। কয়েকলাখ ভিউইস হয়েছে। বন্ধুদের ভালোবাসার প্রশংসা করছে নেটিজেনরা।
View this post on Instagram
অনেকে বলছেন এরকম বন্ধু এখনকার দিনে কোথায় পাওয়া যায়। আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, এমন বন্ধুত্ব এখনও হয়!