বাবা চালাতেন রিক্সা, প্রথমবারেই UPSC পরীক্ষায় পাশ করে IAS হলেন ছেলে

অদম্য জেদ আর কঠোর পরিশ্রম জীবনে সাফল্যের চাবি কাঠি। সঙ্গে অবশ্যই থাকতে হবে নিজের উপর ভরসা। আজ এমন একজনের কথা বলব যিনি সাংসারিক জীবনের প্রতিকূলকে অতিক্রম করে প্রথমবারেই দেশের সবথেকে কঠিন পরীক্ষায় পাশ করেছেন।
উত্তরপ্রদেশের বারাণসীর ছেলে গোবিন্দ জয়সওয়াল। ছোটবেলা থেকেই রুজিরুটির জন্য সংগ্রাম করতে হয়েছে। কারণ তাঁর বাবা ছিলেন একজন রিক্সা চালক। আজ তিনি যে জায়গায় পৌঁছেছেন তার জন্য বাবার অবদান অপরিসীম। ১৯৯৫ সালের আগে গোবিন্দের বাবা, নারায়ণ ৩৫ টি রিক্সার মালিক ছিলেন। কিন্তু, স্ত্রী অসুস্থ হয়ে পড়ার কারণে তাঁকে ২০ টি রিকশা বিক্রি করতে হয়।
ছেলের স্বপ্ন পূরণ করতে ২০০৪-০৫ সালে গোবিন্দ ইউপিএসসি’র প্রস্তুতির জন্য দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময়, অর্থের খুব প্রয়োজন হওয়ায় তাঁর বাবা আরও ১৪ টি রিকশা বিক্রি করে দেন এবং নিজেই একটি রিকশা চালিয়ে ছেলের স্বপ্নপূরণ করার সিদ্ধান্ত নেন।
জানা গেছে, আইএএস হবার পর ২০১২-১৩ সাল নাগাদ গোবিন্দ তাঁর বাবার জন্য একটি বাড়ি তৈরি করে দেন।