ভাইরাল
ছাগলটিকে বিক্রি করতে নিয়ে গিয়েছিলেন, শেষ মুহূর্তে মালিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল ছাগল! ভিডিও দেখে চোখ ভিজল নেটবাসীর

যে কোনও পোষ্য বা গৃহপালিত পশু কথা বলতে না পারলেও তাদের সঙ্গে থাকলে আকার-ইঙ্গিতে অনেক কিছু বোঝা যায়। তাদের সঙ্গে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়। তাঁরই একটি নিদর্শন ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়।
এক ব্যক্তি বিক্রির জন্য তাঁর পোষ্য ছাগলটিকে বাজারে নিয়ে গিয়েছিলেন। বড় পেল্লায় চেহারার ছাগলটিকে দেখে ক্রেতারা হুরোহুরি শুরু করে দেয়। ক্রেতাও ঠিক হয়ে যায়। কিন্তু ক্রেতার হাতে তুলে দেওয়ার সময় যা ঘটল তা দেখে চমকে গেছেন সকলে।
ক্রেতার হাতে তুলে দেওয়ার সময় পোষ্য ছাগলটি মালিকের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলো। ছাগলটি যেন তার গভীর অন্তরের বেদনা এই ভাবেই বার করলেন। ভিডিওটি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।
বহু পশুপ্রেমী গ্রুপে ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের সঙ্গে একটি পশুর সুন্দর সম্পর্ক ফুটে উঠেছে এই ভিডিওতে। তবে ভিডিওটি কোথাকার তা এখনও জানা যায়নি।