ভাইরাল

দারুণ ভাবনা! স্কুলের ছাদেই চাষ হচ্ছে টাটকা সবজি, ‘রুফ টপ কিচেন গার্ডেন’ বানিয়ে সকলকে তাক লাগলেন প্রধান শিক্ষক

স্কুলের মিড ডে মিল নিয়ে অনেক অভিযোগই উঠে আসে সংবাদ মাধ্যমে। কিন্তু দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল এসবের ব্যতিক্রম। স্কুলের ছাদেই সবজি চাষ করে ফেলেছেন প্রধান শিক্ষক।

জানা গেছে, ওই স্কুলের প্রধান শিক্ষকের নাম কলিমুল হক। তিনি পড়ুয়াদের সহযোগিতা নিয়ে বেগুন,ঢ্যাঁড়স, বরবটি চাষ করেছেন। টাটকা সবজি পড়ুয়াদের খাওয়াবেন বলেই এরকম উদ্যোগ নিয়েছেন। সেই সবজি ব্যবহার করা হচ্ছে মিড ডে মিলের খাবারে।

প্রধান শিক্ষক কলিমুল হক জানিয়েছেন, ‘ স্কুলের ছাদের ফাঁকা জায়গাকে ব্যবহার করে ‘রুফ টপ কিচেন গার্ডেন’ তৈরি করার চেষ্টা সফল হয়েছে। ছাদে চৌবাচ্চা তৈরী করে সেখানে জৈব সার মিশ্রিত মাটি ভরাট করে চাষ করা হয়েছে। পড়ুয়ারাও এই কাজে যথেষ্ট সহযোগিতা করেছে। চাষ করে পাওয়া বেগুন, বরবটি, ঢ্যাঁড়স, লঙ্কা পড়ুয়াদের মিড ডে মিলে খাওয়ানো হচ্ছে।’

প্রধান শিক্ষক কলিমুল হক রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত। তার তত্ত্বাবধানে স্বচ্ছ বিদ্যালয়ের নিরিখে জেলার মধ্যে প্রথম হয়েছে দুর্গাপুর নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়। স্কুলের পড়ুয়ার সংখ্যা প্রায় ৪ হাজার। সবাই মাস্টারমশাইকে ভালোবাসেন।

Back to top button
%d bloggers like this: