ভাইরাল

আশ্চর্যজনক ঘটনা! ময়ূর ডাকলেই তার মুখ থেকে বেরোচ্ছে আগুন, ভিডিও দেখে তাজ্জব বনে গেলেন নেটিজেনরা

ময়ূরের সৌন্দর্য কতটা, তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। ময়ূর যখন পেখম তুলে নাচে, তখন সেই দৃশ্য আলাদাই এক সুন্দর পরিবেশ তৈরি করে। কিন্তু এমন যদি হয় যে ময়ূর ডাকলেই তার মুখে থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে, তাহলে? এমন ভিডিওই এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

কী দেখা যাচ্ছে ভিডিওতে?

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ময়ূর আকাশের দিকে তাকিয়ে ডাকছে। আর ঠিক সেই সময়ই তার মুখ দিয়ে আগুন বেরোতে দেখা যায়। কী ভাবে এমনটা সম্ভব! এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭। ভিডিওতে দেখা গিয়েছে, ময়ূরটি যখন ডাকছে, ঠিক তখনই তার মুখ দিয়ে আগুন বেরোচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Inside History (@insidehistory)

কিন্তু এমনটা কীভাবে সম্ভব?

আসলে ময়ূরের মুখ দিয়ে আগুন বেরোইনি। গোটাটাই ভ্রম। আর এই দৃষ্টিভ্রম তৈরি হয়েছে সূর্যের কারণে। যখনই ডাকছে ময়ূরটি, সেই সময় যে বাষ্প বেরোচ্ছে তার মুখ দিয়ে, তার সঙ্গে সূর্যের রশ্মি মিশে যাচ্ছে। এর ফলেই দৃষ্টিভ্রম তৈরি হচ্ছে।

দেখে মনে হচ্ছে যেন, ময়ূরের মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। এমন কাণ্ড দেখে মজেছেন নেটিজেনরা। কেউ কেউ ভেবেছিলেন যে ভিডিওটি হয়তো কারসাজি করে বানানো হয়েছে। তবে পরে বিষয়টি স্পষ্ট হয়। তবে এই ভিডিওটি কোন এলাকার, তা জানা যায়নি।

Back to top button
%d bloggers like this: