রাজ্য

পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ অভিষেকের গড়ে, ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিশ ধরাল ইডি

পুর নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বেশ তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের। সেখানকার পুরসভাকে নোটিশ পাঠিয়েছে ইডি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে পুরসভার থেকে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কী অভিযোগ উঠেছে?

সূত্রের খবর, ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নিয়োগে বেনিয়ম ছিল। সেই সময় গ্রুপ সি ও ডি পদে নিয়োগ করা হয় ১৬ জনকে।

কিন্তু অভিযোগ, ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমেই ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ করা হয়েছিল। তদন্তকারী সংস্থার দাবী, জেরায় এবিষয়ে অয়ন শীলের কাছ থেকেই মিলেছে একাধিক তথ্য।তারই ভিত্তিতে পুরসভাকে নোটিস পাঠিয়ে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার পুরসভার চেয়ারম্যানের

এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস। তিনি বলেন, ইডি যে সমস্ত তথ্য চেয়েছে, তা সবই পাঠানো হয়েছে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলে তৃণমূলের মীরা হালদার। তাঁর আমলেই নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জানান প্রণববাবু।

অন্যদিকে, নিজের দিকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মীরা হালদার। তাঁর কথায়, “যে কেউ দুর্নীতির অভিযোগ করতেই পারে। কিন্তু নিয়ম মেনেই নিয়োগ করা হয়েছিল। কোনও বেনিয়ম হয়নি”।

Back to top button
%d bloggers like this: