HDFC-র পর এবার Bajaj Finserv! কর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ, গায়ে হাত তোলার হুমকি, বিতর্কের মাঝে সেলস ম্যানেজার, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল HDFC ব্যাঙ্কের এক উচ্চপদস্থ কর্তার এক ভিডিও। সেই ভিডিওতে সেলসের কর্মচারীদের ধমকি, গালিগালাজ দিতে শোনা গিয়েছিল। আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তুমুল ভাইরাল হয় ভিডিও। এত বিতর্কের পরও যে এই ধরণের ঘটনা বন্ধ হয়নি, ফের তার প্রমাণ মিলল।
HDFCর পর এবার ভাইরাল Bajaj Finserv-র একটি ভিডিও। এই ভিডিওতেও সেই একই ধরণের ঘটনাই সামনে এল। ভিডিওটি Bajaj Finserv-র বিষ্ণুপুরের শাখার। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই শাখার সেলস ম্যানেজার সংস্থার কর্মীদের উপর বেজায় চোটপাট করছেন।
কোনও এক কর্মীই লুকিয়ে এই ভিডিওটি করেছেন, তা বেশ স্পষ্ট। জানা গিয়েছে, ওই সেলস ম্যানেজারের নাম তারাপদ ব্যানার্জী। কোনও এক কর্মী তাঁকে দেওয়া টার্গেট অনুযায়ী ফাইল করতে পারে নি। সেই কারণে সেই সেলস ম্যানেজার তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
শুধু তাই-ই নয়, রাগের চোটে সামনে থাকা কাচের গ্লাসও ছুঁড়ে ফেলতে দেখা যায় তাঁকে। শুধুমাত্র একজন কর্মী নয়, আরও বাকি কর্মীদেরও সেই একইভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। এমনকি, এক কর্মীর গায়ে হাত তোলার হুমকি দিতেও শোনা যায় তাঁকে। এই ভিডিও শেয়ার করার পরই মুহূর্তে ভাইরাল হয়।
কিছুদিন আগেই HDFC-র যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তা নিয়ে তুমুল বিতর্ক হয়। নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া। বিতর্কের জেরে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল ওই উচ্চপদস্থ কর্তা পুষ্পল রায়কে।
এবার Bajaj Finserv-র এই ভিডিওটি শেয়ার হওয়ার পরও এই সেলস ম্যানেজারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবী তোলা হয়েছে নেটিজেনদের তরফে। তাঁকে যাতে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তেমনই দাবী উঠেছে। শুধু তাই-ই নয়, এই ঘটনার পর Bajaj Finserv-কে বয়কট করার দাবীও উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই সেলস ম্যানেজার তারাপদ ব্যানার্জীর পরিণামও পুষ্পল রায়ের মতোই হয় কী না, এখন সেটাই দেখার।