‘টাকার বিনিময়ে বিকিয়েছেন টিকিট’, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব দলেরই নেতা, পঞ্চায়েত নির্বাচনের আগের মুহূর্তে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

রাত পোহালেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এর ঠিক আগেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন দলেরই এক নেতা তৃণমূল নেতা অরূপ মিদ্যার অভিযোগ, বিধায়ক অভেদানন্দ থান্ডার নাকি টাকার বিনিময়ে পঞ্চায়েত ভোটের টিকিট দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ওই তৃণমূল নেতা অরূপ মিদ্যার কথায়, “বিধায়ক পঞ্চায়েতের প্রার্থী পিছু টাকা চেয়েছিলেন। আমি বলেছিলাম নবজোয়ার কর্মসূচি থেকেই প্রার্থী ঠিক হচ্ছে। তখন বিধায়ক জানান, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ২ লক্ষ, পঞ্চায়েত সমিতির আসনে ৩ লক্ষ এবং কেউ প্রধান হলে ১০ লক্ষ টাকা দিতে পারলেই তিনি প্রার্থী হবেন”।
তৃণমূল নেতার আরও অভিযোগ, তিনি বিধায়কের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় জামিন পেয়েছেন তিনি, তাও জানান।
অরূপ মিদ্যার দাবী, তাঁর ওপর অদ্ভুত চাপ তৈরি করছিলেন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, ওই বিধায়ক ঘনিষ্ঠ এক মহিলাকে নতুন একটি গাড়ি কিনে দেওয়ার জন্য়ও চাপ দিতে থাকেন তিনি। আপাতত বিধায়কের বিরুদ্ধে তিনি একটি মামলা দায়ের করেছেন তৃণমূল নেতা। তিনি এও জানান যে এই গোটা বিষয়টি তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আউশগ্রামের তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার। তাঁর জথায়, অরূপ মিদ্যার সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। মানুষের ভোটাভুটির মাধ্যমেই প্রার্থী বাছাই করা হয়েছে বলে দাবী তাঁর। এতে তাঁর কোনও হাত বলে জানান বিধায়ক। তিনি পাল্টা অরূপ মিদ্যার বিরুদ্ধেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
পঞ্চায়েত ভোটের কিছু ঘণ্টা আগে এমন ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ শানাতে ছাড়ে নি গেরুয়া শিবির। বিরোধী নেতৃত্বের দাবী, “গোটা দলটাই এরকম। এখন নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব হয়েছে। তাই ভোটের আগের দিন এসব বলছে”।