স্বামীর মাস মাইনে কত তা জানার অধিকার নেই স্ত্রীর, পত্রপাঠ খারিজ করা হলো আরটিআই মামলা

চাইলেই স্বামীর আয় সম্পর্কে জানতে পারেন না স্ত্রী, জানাল তথ্য কমিশন। ফলে আরটিআই আইনে স্বামীর বেতন জানতে চেয়ে নিরাশ হতে হলো স্ত্রীকে। তথ্য কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জনস্বার্থের প্রশ্ন না থাকলে একজন ব্যক্তির আয় জানতে পারেন না অন্য কেউ। সে স্ত্রী হোক বা অন্য কেউ।
সাধারণত পুরুষের রোজগার জানা নিয়ে কমবেশি অশান্তি প্রায় সব জায়গায় চলে। কথায় বলে, পুরুষ মানুষের রোজগার স্বয়ং ভগবানও জানতে পারেন না সেখানে স্ত্রী তো কোন ছার! তবে এই মামলার স্ত্রী জানতে চেয়েছিলেন তার স্বামীর রোজগার সম্পর্কে। কিন্তু তথ্য কমিশন তাকে পত্রপাঠ ফেরত পাঠিয়ে দিয়েছে।
যদিও গোটা ঘটনার সূত্রপাত বিবাহবিচ্ছেদের মামলাকে ঘিরে। স্বামীর কাছে খোরপোশ দাবি করতে হবে সেইজন্য জানতেই হবে স্বামীর মাস মাইনে পরিমাণ, তাই আয়কর বিভাগে ঠুকে দিয়েছিলেন আরটিআই মামলা।
কিন্তু আয়কর বিভাগের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, (৮/১/জে) ধারা মেনে কারও ব্যক্তিগত আয়কর সংক্রান্ত নথি আলাদা এক্সেমটেড ইনফরমেশনের মধ্যে পড়ে। এই নথি অন্য কাউকে দেওয়া যাবে না।
এরপর তথ্য কমিশনে আবেদন জানান ওই মহিলা। কিন্তু সেখান থেকেও নিরাশ হতে হয় তাকে। কমিশন থেকে স্পষ্ট তাকে জানিয়ে দেওয়া হয়, কোনও ব্যক্তির নথি একমাত্র বৃহত্তর জনস্বার্থেই জানানো যেতে পারে। তা বাদে ঐ ব্যক্তির স্ত্রী বা অন্য যে কেউই হোক না কেন কোনো ভাবেই এই তথ্য চাইলে তাকে দেওয়া যাবে না।