রেলকে ফাঁকি নয়! ট্রেনে ভ্রমণ করতে নিজের পোষা ছাগলের জন্যও টিকিট কাটলেন মহিলা, প্রশংসা নেটিজেনদের

ট্রেনে নিত্যদিন হাজার হাজার মানুষ ভ্রমণ করেন। অনেকেই এমন রয়েছেন যারা অনেক সময়ই ট্রেনে টিকিট না কেটেই ট্রেনে চড়েন। তবে এবার এক মহিলা যা করলেন, যা দেখে আপ্লুত হলেন সকলে। নিজের জন্য তো বটেই, নিজের পোষা ছাগলের জন্যও টিকিট কেটে তবেই ট্রেনে চড়লেন মহিলা।
এক টুইটার ব্যবহারকারী টিকিট চেকারের সঙ্গে ওই মহিলার কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও শেয়ার করে তিনি লিখলেন, “মহিলা পোষ্য ছাগলের জন্যও টিকিট কেটেছেন। গর্বের সঙ্গে তা টিকিট পরীক্ষক জানাচ্ছেন। ওর হাসিমুখের দিকে তাকিয়ে দেখুন। অপূর্ব”।
এই ভিডিওতে দেখা গিয়েছে, টিটি প্রশ্ন করছেন, “টিকিট কেটেছেন কি?” মহিলার জবাব ‘হ্যাঁ’। এর পর টিটি প্রশ্ন করেন, “ছাগলের জন্যও টিকিট কেটেছেন?” তাতেই একগাল হেসে প্রৌঢ়ার জবাব ‘হ্যাঁ’। স্বভাবতই খুশি হন টিকিট পরীক্ষক। এর পর দু’জনেই হাসতে থাকেন।
She bought train ticket for her goat as well and proudly tells this to the TTE.
Look at her smile. Awesome.❤️ pic.twitter.com/gqFqOAdheq
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) September 6, 2023
এই ভিডিও শেয়ার হওয়ার পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গরীব ওই গ্রামের মহিলার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ওই ভিডিওতে।
একজন ওই ভিডিও দেখে লিখেছেন, “ওর হাসিই সব কথা বলে দিচ্ছে”। আবার এক নেটিজেনের বক্তব্য, “প্রকৃতই সৎ। দেশের এমন মানুষই প্রয়োজন”। সকলের মতেই, সততার সঙ্গে আর্থিক সঙ্গতির কোনও সম্পর্ক নেই। এই ভিডিও মন কেড়েছে লক্ষ লক্ষ মানুষের।