মোদী-যোগীর প্রশংসা করার জের! বয়স্ক যাত্রীকে গাড়ি থেকে ফেলে দিয়ে চাকায় পিষে মারল মুসলিম চালক

যাত্রীদের নিয়ে যাচ্ছিলেন চালক। কিন্তু আচমকাই এক যাত্রীকে গাড়ি থেকে ফেলে দিলেন ওই গাড়িচালক। শুধু তাই-ই নয়, গাড়ি থেকে যাত্রীকে ফেলে দিয়ে সেই গাড়ির চাকাতেই যাত্রীকে পিষে মারল চালক। সহযাত্রীদের সামনেই ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরের মাহোখকর গ্রামে। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন ওই চালক? এর কারণ জানার পর হতবাক সকলেই। পুলিশ সূত্রে খবর, নিহত ওই যাত্রীর নাম রাজেশ ধর দুবে আর খু’নি ওই চালকের নাম আমজাদ খান।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার দুপুরে মির্জাপুর শহর থেকে বেশ কিছু যাত্রীকে নিয়ে রওনা হন চালক আমজাদ খান। কথায় কথায় দেশ ও রাজ্যের রাজনীতির প্রসঙ্গ ওঠে। কিছুক্ষণের মধ্যে তা বিবাদের আকার নেয়। এই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করছিলেন রাজেশ ধর দুবে।
কিন্তু অপরদিকে, ভিন্ন মত পোষণ করেন চালক আমজাদ খান। পরস্পর বিরোধী অবস্থান ঘিরে দু’জনের মধ্যে চলন্ত গাড়িতেই চলতে থাকে তুমুল ঝগড়া। আমজাদ খান কোনও মতেই প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনতে রাজি ছিলেন না। তাঁর কথায়, দেশ ও রাজ্যের অনেক ক্ষতি করেছে মোদী ও যোগী।
চালকের পাশের আসনেই বসেছিলেন রাজেশ। ঝগড়ার মাত্রা এতটাই বেড়ে যায় যে এক পর্যায়ে গিয়ে চালক আমজাদ বয়স্ক যাত্রী রাজেশকে চলন্ত গাড়ি থেকেই ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকবার ধাক্কা দেয় চালক। এর জেরে গাড়ির একটি অংশ ধরে কিছুক্ষণ ঝুলতে থাকে ওই বয়স্ক যাত্রী। কিন্তু তাও সহ্য হয়নি আমজাদের। সে ওই যাত্রীকে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয় আর ওই গাড়ির চালাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় বয়স্ক যাত্রীর।
এই ঘটনার প্রতিবাদে রাজেশের পরিবার ও গ্রামের লোকজন তাঁর মৃতদেহ নিয়ে মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়ে অবরোধ করেন। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান আধিকারিকেরা। যদিও অভিযুক্ত আমজাদ এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।