কিছুদিন পর থেকেই আর ফ্রি রেশন পাবেন না এই উপভোক্তারা, বাতিল হওয়ার আশঙ্কা রেশন কার্ডও, এখনই সাবধান হন

রেশন কার্ডের মাধ্যমে কী বিনামূল্যে রেশন পাচ্ছেন? যদি তেমনটা হয়ে থাকে, তাহলে এখনই সাবধান হয়ে যান। কারণ বিনামূল্যে রেশন নিয়ে কিন্তু একাধিক নিয়মাবলী রয়েছে কেন্দ্র সরকারের। যে কোনও উপভোক্তা চাইলেই বিনামূল্যে রেশন পেতে পারেন না। আর তা সত্ত্বেও যারা এই সুবিধা নিয়ে চলেছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ।
করোনা পরিস্থিতির সময় প্রচুর মানুষ প্রয়োজনীয় মানুষ যাদের রেশন কার্ড রয়েছে, তাদের বিনামূল্যে রেশন দেওয়ার সুবিধা করে দেয় কেন্দ্র সরকার। সেই ফ্রি রেশন স্কিমের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, অনেক অযোগ্য উপভোক্তাও বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে যাচ্ছেন। এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেন্দ্র সরকার।
কারা বিনামূল্যে রেশনের সুবিধা পাওয়ার যোগ্য?
- ২০১৫ সালে ফুড সিকিউরিটি আইন অনুযায়ী, যদি কোনও কার্ডধারী তাঁর উপার্জন থেকে ১০০ স্কোয়্যাল মিটারের ফ্ল্যাট বা বাড়ি কেনেন তবে তিনি এই পরিষেবা পাবেন না।
- যদি কারও কাছে একটি 2 হুইলার,গাড়ি, ট্রাক্টর, অস্ত্রের লাইসেন্স থাকে তিনিও বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।
- যদি কোনও রেশনকার্ডধারী গ্রামে থাকেন, আর তাঁর আয় ২ লক্ষ টাকার বেশি হয়, অপরদিকে কোনও ব্যক্তি শহরে বসবাস করলে তাঁর বার্ষিক আয় ৩ লক্ষ টাকা হয় তবে তিনিও এই পরিষেবা পাবেন না।
এই সকল অযোগ্য উপভোক্তা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে যাচ্ছেন, তারা এখনই ডিএসও অফিসে গিয়ে নিজেদের রেশন কার্ড জমা করুন। তা না হলে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে। প্রয়োজনে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে। জানা গিয়েছে, গ্রাম ও শহরে যারা আর্থিকভাবে স্বচ্ছল, তারাও এপিএল বা বিপিএল কার্ড তৈরি করেছে। সরকারে দ্রুততার সঙ্গে তাদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে বলে খবর।