কলকাতা

এবার কলকাতার সমস্ত দোকানের সাইনবোর্ড হবে নীল-সাদা, বড় সিদ্ধান্ত নেওয়ার পথে পুরসভা

কোনও বাঁকাট্যারা নয়, বা এক একটা এক একটা রঙের নয়। সবকটা হবে একই আকারের ও একই রঙের। এমনভাবেই সেজে ওঠার পথে কলকাতার সমস্ত দোকানের সাইনবোর্ড। ছোটো, বড়, মাঝারি সমস্ত দোকানেই একই আকারের ও রঙের সাইনবোর্ড থাকবে। এতে ট্রেড লাইসেন্সে ফাঁকি দিয়ে ব্যবসা করা আটকানো যাবে।

গতকাল, সোমবার পুরসভার অধিবেশনে ১০৯ ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা চক্রবর্তী এমনই দাবী তুলেছেন। সাইনবোর্ডের রঙ হবে নীল-সাদা। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানান যে এটি বেশ ভালো প্রস্তাব। পুরসভার একটা ইউনিফর্ম হোর্ডিং থাকবে।  

কিন্তু পাড়ার সব দোকানের কী ট্রেড লাইসেন্স থাকে?

কাউন্সিলর অনন‌্যা চক্রবর্তীর বলেন, অনেকেই বাড়ির একতলায় ব‌্যবসা করেছেন। সেক্ষেত্রে হয়তো বাসযোগ‌্য সম্পত্তিকে বাণিজ্যিকভাবে ব‌্যবহার করার অনুমতি নেননি। কাউন্সিলরের প্রশ্ন, পরিবহন দফতরে সমস্ত গাড়ির ক্ষেত্রে যদি একই রকম হাই সিকিউরিটি নম্বর প্লেট দিতে পারে, তবে পুরসভা সমস্ত দোকানের ক্ষেত্রে এক সাইন বোর্ড দেওয়া হবে না কেন?

তাঁর কথায়, পুরসভার তরফে যদি একটি ইউনিক নম্বর যুক্ত সাইন বোর্ড সকলকে দেওয়া হয়, পুরসভার কাছে ছোট-বড়-মাঝারি ব‌্যবসায়ীর সমস্ত তথ্য থাকবে। কারা ট্রেড লাইসেন্স ছাড়া ব‌্যবসা করছেন তা জানা যাবে এর জেরে। আর ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা আটকানোও যাবে।

শুধু তাই নয়, একই ধরণের সাইন বোর্ড যদি থাকে, তাহলে শহরও দৃষ্টিনন্দন হবে। কাউন্সিলরের দাবী, গ্লো সাইন বোর্ড তৈরি করে সেই বাবদ একটা নির্দিষ্ট ফি নিক পুরসভা। বলে রাখা ভালো, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতেও এমন ব্যবস্থা চালু হয়েছে।

Back to top button
%d bloggers like this: