বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! যাত্রীর চিৎকারে হুলস্থূল কাণ্ড, বিমান থেকে যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি, ব্যাপক হইচই

বোমাতঙ্কের খবর কলকাতা বিমানবন্দরে। দোহাগামী কাতার এয়ারলাইনে যাত্রীর মুখে বোমা নিয়ে চিৎকার শুনে পড়ে গেল হুলস্থূল কাণ্ড। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় বিমানবন্দরে। সমস্ত যাত্রীদের বিমান থেকে নামিয়ে খালি করে দেওয়া হয় বিমান। এরপর শুরু হয় তল্লাশি।
বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে দোহা যাচ্ছিল কাতার এয়ারলাইনের বিমানটি। রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতা থেকে রওনা দেওয়ার কথা ছিল ওই বিমানের। কিন্তু বিমান ছাড়ার আগে বিমানে থাকা এক যাত্রী চিৎকার করতে থাকেন। তিনি দাবী করেন, বিমানে বিস্ফোরক রয়েছে। শুরু হয় হইচই। সঙ্গে সঙ্গে সমস্ত যাত্রীদের নামিয়ে ফেলা হয় বিমান থেকে। তল্লাশি শুরু করে সিআইএসএফ। স্নিফার ডগ বা পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তল্লাশি।
সূত্রের খবর, যে যাত্রী বোমা রয়েছে বলে চিৎকার করেছিলেন, তাঁকে বিমানবন্দরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জানতে চাওয়া হয় যে তিনি কোথা থেকে জানতে পারলেন যে বিমানে বোমা রয়েছে? উত্তরে তিনি বলেন, “আমাকে একজন বলেছে”।
ওই যাত্রীকে বিমানবন্দরে ছাড়তে এসেছিল তাঁর বাবা। এরপরেই সিআইএসএফ আধিকারিকরা তাঁর বাবার সঙ্গে কথা বলেন। তাঁর বাবা বলেন, তাঁর ছেলে একটি বিরল মানসিক রোগে আক্রান্ত। সেই জন্য এরকম ঘটনা ঘটাতে পারে।
ওই যুবকের শারীরিক পরীক্ষার নানান কাগজপত্র দেখানো হয়েছে। জানা গিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে তা সত্ত্বেও বিমানটিতে তল্লাশি চালাচ্ছেন সিআইএসএফ আধিকারিকরা। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত তেমন সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।