রাজ্য

‘ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুক, আমার ছেলেমেয়ে কেন, মাথানত করব না’, রুজিরাকে ইডি নোটিশ পাঠানোয় রাগে ফুঁসছেন অভিষেক

সপ্তাহের প্রথমদিনটা মোটেই সুখকর ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। গতকাল, সোমবার সকালে প্রথমে তাঁর দুবাই যাওয়া আটকায় কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতর। রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি রয়েছে, সেই মর্মে তাঁকে দেশের বাইরে যেতে দেওয়া যাবে না বলে জানায় অভিবাসন দফতর। এর কিছু ঘণ্টা পরই ফের কয়লা কাণ্ডে রুজিরাকে হাজিরার নোটিশ পাঠায় ইডি। এই দুই ঘটনার জেরে বেশ ক্ষুব্ধ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নিজের ক্ষোভ জারি করলেন তিনি।  

অভিষেকের কথায়, “আমার সঙ্গে লড়াই করে পারছে না। তাই স্ত্রী সন্তানকে টানছে”। তাঁর সংযোজন, “সেই গত বছর ইডি তলব করেছিল আমার স্ত্রীকে। এরপর থেকে আর রুজিরাকে তলব করেনি। প্রায় ১২ মাস । তলব করেনি। যখন থেকে নবজোয়ার শুরু হয়েছে তখন থেকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে। ২ বছরের ছেলে, ৯ বছরের মেয়েকেও আটকানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের দোষ কি? ওরা আমার সন্তান”?

অভিষেকের হুঁশিয়ারি, প্রমাণ থাকলে তাঁকে যেন গ্রেফতার করা হয়। এদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবী করেছিলেন, বিমানবন্দরে এর আগে রুজিরার কাছ থেকে সোনা পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, “আমি চ্যালেঞ্জ করছি। ২ গ্রাম সোনা পাচার করেছে প্রমাণ করুণ। সিসি ক্যামেরা তো সিআইএসএফের হাতে। ৫০০ সিসি ক্যামেরা আছে বিমানবন্দরে”।

রুজিরাকে ইডির নোটিশ পাঠানো প্রসঙ্গে তৃণমূল নেতা বলেন, নবজোয়ার কর্মসূচি থামাতেই এই সমন। তাঁর কথায়, “কই এতদিন তো ইডি, সিবিআইয়ের মনে পড়েনি। এখন সব মামলায় তলব”। শুভেন্দুকে একহাত নিয়ে তাঁকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেন অভিষেক। বলেন, “উনি নিয়োগ দুর্নীতি মামলার সব থেকে বড় সুবিধাভোগী শুভেন্দু”।

অভিষেক আরও জানান, “ইডিকে জানানো হয়েছিল। চিঠি দিয়ে বলা হয়েছিল, ৫ তারিখ দুবাই যাবে, ১৩ তারিখ ফিরবে। ইডির আপত্তি থাকলে তখনই জানাতে পারতেন। আমার সঙ্গে না পেরে স্ত্রী, সন্তানদের টার্গেট করা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না। স্ত্রী, সন্তানদের গ্রেফতার করা হলে মাথা নত করব না”।

রুজিরাকে বিমানবন্দরে আটকানো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা পাঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ। ইডিকে আগেই জানিয়েছিল যাবে বলে। তখনই বলতে পারত এয়ার পোর্টে গিয়ে নোটিশ ধরানো… দানবীয় ব্যাপার চলছে”।

Back to top button
%d bloggers like this: