পিলারে ধাক্কা গাড়ির, গাড়ির ধাক্কায় পিষে মৃত্যু কর্তব্যরত অবস্থায় থাকা সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য তারাতলা মোড়ে

নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা মারল গাড়ি। এর জেরে মৃত্যু হল কর্তব্যরত অবস্থায় সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে তারাতলা মোড়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনায় ঘাতক গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচরে গিয়েছে গাড়ির সামনের অংশ। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করেছে।
ওই সিভিক ভলান্টিয়ারের নাম অমিত চক্রবর্তী। গতকাল, বুধবার রাত সাড়ে ১২টা তারাতলা মোড়ে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই একটি সাদা গাড়ি আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারে গাড়িটি। এরপর একটি পিলারে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এই ধাক্কায় বেশ গুরুতর আহত হন ওই সিভিক ভলান্টিয়ার। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শেষরক্ষা আর হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করে গাড়িচালককে গ্রেফতার করে পুলিশ।
বরাবরই তারাতলা মোড় বেশ জনবহুল এলাকা। দ্রুত গতিতে গাড়ি চলাচল করে সেখানে। সেখানেই যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। নিজের কর্তব্য করতে গিয়েই বেঘোরে প্রাণ হারালেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ।