কলকাতা

শহরে বামেদের দাদাগিরি! অ্যাপ ক্যাবে হামলা-ভাঙচুর সিপিএম শ্রমিক সংগঠনের, উত্তপ্ত রাসবিহারী চত্বর

একাধিক দাবী নিয়ে শহরে মিছিল বের করে সিপিএম শ্রমিক সংগঠন সিটু। রাসবিহারী থেকে শুরু হয় তাদের মিছিল। তা চলে চেতলার এক অ্যাপ ক্যাব দফতর পর্যন্ত। এদিনের এই মিছিলে নানান দাবী নিয়ে সামিল হন বাম সমর্থিত অ্যাপ ক্যাবের চালকরা। আর সেই মিছিলকে ঘিরে বেশ উত্তেজনা ছড়ায় রাসবিহারী চত্বরে।

এদিন মিছিলে নানান দাবী জানাতে শোনা যায় সিটু-র নেতাদের। এই দাবী জানানোর পাশাপাশি রাস্তা দিয়ে যখন অন্যান্য অ্যাপ ক্যাব যাচ্ছিল, সেই সমস্ত গাড়ির উপরও হামলা করতে দেখা যায় বাম নেতাদের। শুধু হামলাই নয়, বেশ কিছু অ্যাপ ক্যাবের উপর ভাঙচুরও চালান তারা। রাস্তায় গাড়ির কাচের টুকরো পড়ে থাকতে দেখা গিয়েছে।

এদিন একাধিক দাবী নিয়ে মিছিল করেন বাম সমর্থিত অ্যাপ ক্যাব সংগঠনের চালকরা। পেট্রোল-ডিজেলের দাম কমানো থেকে শুরু করে ভাড়া বৃদ্ধি, কমিশন বৃদ্ধি ও অ্যাপ ক্যাব চালকদের উপর যেসমস্ত পুলিশি অভিযোগ রয়েছে, তা যাতে প্রত্যাহার করা হয়, এমন সব দাবী তুলতে থাকেন তারা। এদিন মিছিল করে চেতলার অ্যাপ ক্যাব দফতরে ডেপুটেশন জমা দেওয়ার কথা তাদের।

এদিন তাদের এই মিছিলের জেরে শহরের প্রায় আড়াই হাজারের বেশি অ্যাপ ক্যাব বন্ধ। এর জেরে যে নিত্যযাত্রীদের নাকানিচোবানি খাওয়ার জোগাড়, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিন মিছিল করার পাশাপাশি রাস্তা দিয়ে যাওয়া অন্যান্য অ্যাপ ক্যাবের উপর হামলা চালায় আন্দোলনকারীরা। পুলিশ কোনওরকমে আটকায় তাদের। তবে বামেদের এমন আগ্রাসী আচরণের জেরে বেশ আতঙ্কিত হয়ে পড়েন রাস্তার লোকজন।

এই মিছিল নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। মিছিল তো ঠিক আছে, কিন্তু পথচলতি গাড়িতে কেন হামলা করা হবে। গাড়িতে যাত্রী থাকা সত্ত্বেও কেন সেই গাড়িতে হামলা করবেন বাম নেতারা, তা নিয়ে নিন্দায় সরব কলকাতাবাসী। তাদের কথায়, ৩৪ বছরের শাসনে অনেক অত্যাচার চালিয়েছে বামেরা। তাদের উপড়ে ফেলে দেওয়া হলেও এখনও দাদাগিরি স্বভাব যায়নি সিপিএমের শ্রমিক সংগঠনের।

Back to top button
%d