কলকাতা

ফের শহরে মিলল টাকার পাহাড়! কয়লা পাচার যোগে বালিগঞ্জ থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করল ইডি

ফের শহরে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। আর এবার বালিগঞ্জের গরচা সংলগ্ন আর্লে স্ট্রীটের এক অফিসে তল্লাশি চালিয়ে বিপুল টাকা উদ্ধার করল ইডি। জানা গিয়েছে, রাত পর্যন্ত প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে একটি বেসরকারি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, এই সংস্থার জন্ম ১৮ থেকে ১৯ বছর আগে। এই সংস্থাটি যদিও প্রথমে ইমপোর্ট-এক্সপোর্টের কোম্পানি ছিল। এরপর তাদের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে।

সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে তদন্ত করতে গিয়ে এই সংস্থার খোঁজ পায় ইডি। কালো টাকা কীভাবে সাদা করা হয়, তা খতিয়ে দেখার সময়ই এই সংস্থার নাম উঠে আসে। এরপরই গতকাল, বুধবার দিল্লি থেকে কলকাতা আসে ইডি-র একটি দল। এদিন সন্ধ্যায় বালিগঞ্জের ওই সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়।

জানা গিয়েছে, তল্লাশিতে একটি ডেক্সটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এই সংস্থার একাধিক ব্যবসা রয়েছে বলে খবর। উদ্ধার হওয়া বিপুল টাকার উৎস কী, তা জিজ্ঞাসা করা হলে কোনও সদুত্তর মেলেনি ওই সংস্থার ম্যানেজার বা কর্মীদের থেকে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সংস্থার কর্মীদের আটকে রেখে জেরা করছেন ইডি আধিকারিকরা। এই সংস্থার সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

এই টাকা উদ্ধারের ঘটনায় বেশ রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, “পাথর-গোরু চুরির টাকা এদিক-ওদিক হয়েছে। যত দ্রুত এই সব বদরক্ত বেরিয়ে যায় ততই ভালো”।

Back to top button
%d bloggers like this: