কলকাতা

দ্বিতীয় বিয়ের সময় হাজির যুবকের প্রথম স্ত্রী, থমকে গেল বিয়ের আনন্দ, তুমুল শোরগোল কলকাতার বিয়েবাড়িতে

বিয়েবাড়ি ভর্তি লোকজন। নবদম্পতিকে আশীর্বাদ করছেন কেউ কেউ। কেউ কেউ আবার হইহুল্লোড় করছেন, কেউ রয়েছেন খাওয়াদাওয়ার দিকে। কিন্তু হঠাৎই ছন্দপতন। এক অনাগত মহিলার কিছু কথায় থমকে গেলেন সকলে। সকলেরই তখন একটাই প্রশ্ন, কে ওই মহিলা?

ওই মহিলা বলেন, “শুনলাম আবার বিয়ে করছ। তাই দেখতে এলাম”। হঠাৎ এমন কথায়, সকলেরই হতবাক হওয়ারই কথা। নতুন জীবনের স্বপ্ন বোনা শুরু করা নববিবাহিত স্বামীর হাত ধরে ছবি তুলতে থাকা নববধূর মুখ কেমন এক এক লহমায় শুকিয়ে গেল। যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে তাঁর।

গতকাল, শুক্রবার রাতে মালাপাড়ার মধুবন গার্ডেনের ম্যারেজ হলে জোড়াবাগান গৌর লাহা স্ট্রিটের বাসিন্দা জ্ঞানেশ মিশ্রের বিয়ের রিসেপশন চলছিল। নিমন্ত্রিত অতিথি, বন্ধুবান্ধবরা তখন আসতে শুরু করেছেন। অনেকে আবার খাওয়াদাওয়া সারছিলেন। কিন্তু ঠিক তখনই এক মহিলার আগমনে সকলের আনন্দের তাল কাটল।

ওই মহিলা বিয়ে বাড়িতে এসে দাবী করেন যে তিনি জ্ঞানেশের প্রথম স্ত্রী। এরপরই গোটা বিয়েবাড়ি জুড়ে শোরগোল পড়ে যায়। দুই পরিবারের সদস‌্যরা তখন একে অপরের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আগন্তুক মহিলার সঙ্গে বরপক্ষের সদস্যদের বিরোধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ডাকা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জোড়াবাগান থানার পুলিশ।

ওই আগন্তুক মহিলা ও বর-কনের পরিবারকে ডাকা হয় থানায়। জ্ঞানেশের প্রথম পক্ষের স্ত্রী দাবী করেন যে ২০২০ সালে রেজিস্ট্রি করে জ্ঞানেশের বিয়ে হয় তাঁর। তিনি রেজিস্ট্রির কাগজপত্রও নিয়ে আসেন থানায়। অন্যদিকে, জ্ঞানেশ ও তাঁর পরিবার দাবী করে যে প্রথম স্ত্রীর সঙ্গে আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। এরপরই দ্বিতীয় বিয়ে করেন তিনি। কিন্তু ছেলের বাড়ি থেকে ডিভোর্সের কোনও কাগজ দেখাতে পারে নি। জ্ঞানেশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন তাঁর প্রথম স্ত্রী।

পুলিশ সূত্রে খবর, বেনারস থেকে আসা ওই মহিলার সঙ্গে আগে বিয়ে হয়েছিল জ্ঞানেশের। বিয়ের রেজিস্ট্রির কাগজপত্রে দু’জনেরই সাক্ষর রয়েছে বলে খবর। কিন্তু জ্ঞানেশ বা তাঁর পরিবার ডিভোর্সের কোনও কাগজপত্র দেখাতে পারে নি।

নববধূর পরিবারের তরফে জানানো হয় যে আগের বিয়ের কথা জ্ঞানেশ জানিয়েছিলেন তাদের। তারা জানান যে জ্ঞানেশ তাদের জানিয়েছিলেন যে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে গিয়েছে। সেই কারণেই তাঁর সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করা হয়। এদিকে দুই বউ এর মাঝে জ্ঞানেশ বেশ সংকটে পড়ে গিয়েছেন। সতীনকে নিয়ে ঘর করবেন না, পুলিশকে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন জ্ঞানেশের প্রথম স্ত্রী। এবার জ্ঞানেশ কোন বউকে সঙ্গে রাখবেন, তা নিয়ে তিনি পড়েছেন ধন্ধে।

Back to top button
%d bloggers like this: