কলকাতা

‘আমরাই মমতাকে নবান্নে বসিয়েছি’, নওশাদ সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করার দাবী জানিয়ে লালবাজারে সামনে আন্দোলন পীরজাদাদের

নওশাদ সিদ্দিকির সঙ্গে দেখা করতে লালবাজারে উপস্থিত হন ফুরফুরা শরীফের পীরজাদা ও তাদের অনুগামীরা। সেখানে প্রথমে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই কারণে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তোপ দাগেন। অবশেষে তিন পীরজাদাকে লালবাজারে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গ্রেফতারের ঘটনায় গতকাল, সোমবার সরব হয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি। আজ, মঙ্গলবার লালবাজারের উপস্থিত হন তিন পীরজাদা ও তাদের অনুগামীরা। তাদের দাবী, নওশাদের মাথায় চোট লেগেছে। কিন্তু ঠিকঠাক চিকিৎসা হয়নি তার। তিনদিন ধরে একই জামাকাপড় পড়ে রয়েছেন তিনি। ফলে নওশাদের সঙ্গে তাদের দেখা করতে দিতে হবে, এমনই দাবী তোলেন পীরজাদারা। নিজেদের দাবীতে সুর চড়ান তারা এমনকি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

এক পীরজাদার বলেন, “আমরা মমতাকে নবান্নে বসিয়েছি। আর ফুরফুরার পীরজাদার উপর অন্যায় হচ্ছে। রাজনীতি সবাই করতে পারে, কিন্তু অন্যায় মেনে নেব না। আমাদের তিনভাইকে ঢোকার অনুমতি দিতেই হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন হবে”।

এরপর পুলিশের তরফে তিন পীরজাদা নওশাদের সঙ্গে দেখা করার অনুমতি পান। এ প্রসঙ্গে বাম নেতা শমীক লাহিড়ি বলেন, “যার গাড়ি ভাঙল তাঁকেই গ্রেপ্তার করা হল। এর প্রতিবাদ হবে। আমরা সঙ্গে আছি”।

এদিকে, ধর্মতলায় আইএসএফ উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ‌আগামীকাল এই শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় বলা হয়েছে, “কলকাতা পুলিশ অমানবিকভাবে লাঠিচার্জ করেছে। বিধায়ক তথা  আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি-সহ কর্মীরা আহত”।

Back to top button
%d bloggers like this: