কলকাতা

পয়লা বৈশাখে জনসাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে শান্তির বার্তা রাজ্যপালের

পয়লা বৈশাখের দিনই রাজভবনের দরজা খুলল জনসাধারণের জন্য। আজ, শনিবার থেকেই শুরু হল হেরিটেজ ওয়াক। এই হেরিটেজ ওয়াক শুরু হল কলকাতা মিউজিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে। একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন এই ওয়াকে। এর আগে এদিন সকালে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সূচনা করেন এনসিসি-র সাইলেক র‍্যালি ও শান্তি মিছিলের। এদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রাজভবনে।

এদিন সকালে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যপাল। শান্তির বার্তা দিয়ে তিনি বলেন, “যুবসমাজ জানে। যুবসমাজ পারে। যুবশক্তি জেগে উঠেছে। তারাই দেশ এবং মানুষকে চালনা করবে। শান্তি প্রতিষ্ঠার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে। আমার একটাই আরজি। দয়া করে পৃথিবীতে শান্তি আনুন। দয়া করে বাংলায় শান্তি আনুন। দয়া করে দেশে শান্তি আনুন”।

তাঁর আরও সংযোজন, “নববর্ষে বাংলা নতুন করে জেগে উঠেছে। যুবশক্তি এখন উন্মুক্ত। যুবরা দেখবেন শান্তি এবং সম্প্রীতি ফিরে এসেছে। বাংলা তার সব গৌরব ফিরে পাবে। সকলের মঙ্গল কামনা করি”।

এদিন নির্ধারিত সময়মতোই সকাল সাড়ে ১০টার সময় খুলে যায় ‘জন রাজভবনের’ দরজা। এদিন এই হেরিটেজ ওয়াকে অংশ নিয়েছিলেন মোট ৩০ জন। নানান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ছিলেন এই ওয়াকে। এবার থেকে প্রতি শনিবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকবে রাজভবনের দরজা।

প্রথম কয়েক সপ্তাহ শুধুমাত্র আমন্ত্রিতরা ঢুকতে পারলেও পরে তা জনসাধারণের জন্যও খোলা হবে। রাজভবনের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে এই হেরিটেজ ওয়াকের জন্য। প্রতি ওয়াকে ৩০ থেকে ৩৫ জন অংশ নিতে পারবেন বলে জানা গিয়েছে।

সাধারণ মানুষ চওড়া সিঁড়ি দিয়ে রাজভবনের ভিতরে প্রবেশ করতে পারবে। প্রথমেই রাজভবনের হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীরা দেখতে পাবেন চাইনিজ ক্যানন। এরপর দেখা মিলবে নানান দেশের স্থাপত্য দিয়ে সাজানো নর্থ, সাউথ এবং সেন্ট্রাল মার্বেল হলের। সেখান থেকে ঘুরে আমজনতা চলে যাবেন লাইব্রেরিতে। এমন অনবদ্য সুযোগ এক কোনওমতেই হাতছাড়া করবেন না বইপ্রেমীরা।

শুঢুঁ তাই-ই নয়, সবুজ গাছগাছালিতে ভরা রাজভবনের মাঠে কিছুক্ষণ হাঁটতেও পারবেন হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীরা। বাগানে রয়েছে দু’টি লেক, ব্রিজ। এসবই দেখতে পারবেন তারা। এছাড়াও দেখার সুযোগ রয়েছে ‘রয়্যাল কোর্ট অফ আর্মসের’। তাহলে আর দেরি কীসের, ঝটপট রাজভবনের ওয়েবসাইটের মাধ্যমে সেরে ফেলুন বুকিং আর সাক্ষী থাকুন রাজভবনের এই হেরিটেজ ওয়াকের।

Back to top button
%d bloggers like this: