কলকাতা

বড় সুখবর! চলতি বছরেই চালু হবে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা, জেনে নিন দিনক্ষণ

শীঘ্রই এবার গঙ্গার তলা দিয়ে চালু হবে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলবে এই বছরেই। আপাতত দু’দিকেই দু’টি রেক চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব জানান, চলতি বছরের ডিসেম্বর মাসেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ১২ মিনিট অন্তর চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো।

কোন কোন মেট্রো স্টেশন রয়েছে এই রুটে?

হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরন এসপ্ল্যানেড এই চারটি স্টেশন রয়েছে এই রুটে। হাওড়া ময়দান থেকে সহজা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো কবে চালু হবে, তা এখনও সঠিক জানা যায়নি। তবে মেট্রো রেল সূত্রে খবর, ২০২৪ সালের জুন মাসেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো শুরু হয়ে যাবে।

আজ, বুধবার সাংবাদিক বৈঠকে মেট্রো কেএমআরসিএল আধিকারিক জানান, ডিসেম্বর মাসে সম্পূর্ণ হয়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। সম্পূর্ণ হবে গোটা রুট। উভয় দিক থেকে দুটি করে রেক চলবে। প্রাথমিকভাবে এই রুটে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। পরবর্তীতে সেই সময়ের ব্যবধান কমানো হবে বলে জানানো হয়েছে। ওই আধিকারিক উল্লেখ করেন, এই রুট চালু হলে, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশনের মাধ্যমে যাতায়াত করা যাত্রীদের বিশেষ সুবিধা হবে।

নতুন সফ্‌টওয়্যার এবং হার্ডওয়্যারের সংযুক্তির হাত ধরে এই প্রথম জুড়ে যাবে মেট্রোর পূর্ব এবং পশ্চিম, দুই প্রান্ত। মেট্রো সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। ইতিমধ্যেই নতুন মেট্রোর হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্লানেড স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর জন্য বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে।

প্রসঙ্গত, এই রুট সম্পূর্ণ করতে গিয়ে বউবাজারে বাধা পেতে হয়েছিল মেট্রো কর্তৃপক্ষকে। লাইনের কাজের জন্য একের পর এক বাড়িতে চিড় ধরে ছড়ায় আতঙ্ক, থেমে যায় কাজ। অবশেষে সেই সব সমস্যা সমাধান করে পরিষেবা চালুর সময়সীমা জানাল মেট্রো কর্তৃপক্ষ।

Back to top button
%d bloggers like this: