কলকাতা

উৎসবের মরশুমে কলকাতার কাছ থেকে উদ্ধার ৪০ কেজি বিস্ফোরক, গ্রেফতার ২ পাচারকারী

চলছে উৎসবের মরশুম। এসবের মাঝেই ফের রাজ্য থেকে উদ্ধার বিস্ফোরক তৈরির মশলা। বিস্ফোরক তৈরির মশলা পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, গতকাল, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর-বামনঘাটা হাইওয়েতে কলকাতা পুলিশের এসটিএস অভিযান চালায়। এরপরই গ্রেফতার হয় দুই পাচারকারী।

কলকাতা পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এসটিএফ সোনারপুর-বামনঘাটা হাইওয়েতে অভিযান চালায়। তল্লাশি অভিযান চলাকালীন একটি বাইক পাকড়াও করে তারা। তাতে দু’জন যাত্রী ছিল বলে খবর।

তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। চলে তল্লাশি। তখনই ৪০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। তাদের কাছ থেকে যে হলুদ রঙের রাসায়নিক উদ্ধার হয়েছে, তা আসলে আর্সেনিক সালফাইড। সূত্রের খবর, এই দিয়ে বিস্ফোরক তৈরি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃত দুই দুষ্কৃতী আসলে বীরভূমের। তাদের নাম শেখ ফিরোজ ও শেখ রমজান ওরফে লালাই। তারা দু’জনই দুবরাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। উৎসবের মরশুমে তারা কোথা থেকে ওই বিস্ফোরক আনছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

Back to top button
%d bloggers like this: