কলকাতা

নিউটাউন থেকে বিমানবন্দর এবার মাত্র কয়েক মিনিটে! হু হু করে ছুটবে গাড়ি সুড়ঙ্গপথে

মেগা সিটি কলকাতা সর্বদা মানুষকে একের পর চমক দেয়। এবার শহরে তৈরি হচ্ছে নতুন ভূগর্ভপথ। এই ধরণের ভূগর্ভপথ নাকি ভারতে প্রথম। নিউটাউন থেকে বিমানবন্দর পর্যন্ত তৈরি হচ্ছে এই ভূগর্ভপথ। এই নয়া চমক নিয়ে হাজির হিডকো।

নিউটাউন থেকে দমদম বিমানবন্দর এবার পৌঁছে যাবেন কয়েক মিনিটে। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে নিউটাউনে কাজ শুরু হয়ে গেছে এই ভূগর্ভপথের। সুড়ঙ্গপথ দিয়ে হু হু করে গাড়ি ছুটবে দমদম বিমানবন্দর অবধি। জানা গেছে প্রথম ধাপে ৩২০ মিটার দীর্ঘ একটি পথ তৈরি হবে নিউটাউনের বিশ্ববাংলা গেট থেকে নারকেলবাগান পর্যন্ত। পরের ধাপে তা পৌঁছবে কলকাতা বিমানবন্দর পর্যন্ত।

হিডকো সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, ওই টানেলের ভিতর দিয়ে ছোট গাড়ি এবং মোটরসাইকেল, স্কুটার যাতায়াত করতে পারবে। পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাত থাকবে। মাটির ৪.২ মিটার গভীরে হবে পথটি।

নিউটাউন বিশ্ববাংলা গেট থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এই আন্ডরপাসটি মূলত চারটি লেনে ভাগ করা থাকবে। গোটা সুড়ঙ্গপথে থাকবে অত্যাধুনিক আলো। বিশ্বের একাধিক দেশে এইরকম সুড়ঙ্গপথে গাড়ি চলাচলের ব্যবস্থা রয়েছে অনেক আগে থেকেই। তবে ভারতে এই প্রথম এরকমেরে ভূগর্ভপথ।

Back to top button
%d bloggers like this: