দারুণ খুশির খবর! আগামী বছরই কলকাতা বিমানবন্দর থেকে শুরু হবে মেট্রো চলাচল

আর বেশি দেরি নেই। এবার মেট্রো চলাচল শুরুর পথে কলকাতা বিমানবন্দর থেকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসেই তা শুরু হয়ে যাবে বলে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও, ২০২৫ সালের ডিসেম্বর মাসে কলকাতা বিমানবন্দর থেকে দ্বিতীয় রুটের মেট্রো লাইনের কাজ শুরুর কথাও পরিকল্পনা করা হচ্ছে বলে খবর। গতকাল, মঙ্গলবার একথাই জানান কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। পরবর্তী পদক্ষেপে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচলের কাজ শেষ হবে ২০২৪ সালের জুনের মধ্যে। আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে মেট্রো চলাচল শুরু হবে কবি সুভাষ থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত।
কী জানালেন মেট্রো রেলের জিএম?
মেট্রো রেলের জিএম আরও জানান, ২০২৫ সালের ডিসেম্বর মাসে কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে সেটা সম্ভব না হলে ২০২৬ এর জুন মাসে শুরু হবে এই পরিষেবা। তবে কবি সুভাষ থেকে নোয়াপাড়া হয়ে কলকাতা বিমানবন্দরের মেট্রো ২০২৪ সালের ডিসেম্বরেই চালু হয়ে যাবে।
জি এম জানান, কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুটের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। একইসঙ্গে পাশাপাশি কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশনটিকে পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়েই করা হবে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা চালুর ছাড়পত্র এসে গিয়েছে। কিন্তু একাধিকবার উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হলেও উদ্বোধন হয়নি। এখন এই লাইনে সিগন্যালিংয়ের কাজ চলছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, সিগন্যালিংয়ের কাজ শেষ হলেই এই অংশে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো।