কলকাতা

আগামী দু’মাস সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতার ব্যস্ততম রাস্তা, ঘুরপথে যাবে গাড়ি, বিকল্প রুট জানাল ট্র্যাফিক পুলিশ

নিকাশির পাইপ বসানো হবে গোটা রাস্তা জুড়েই। সেই কারণে আগামী দু’মাস বন্ধ থাকবে কলকাতার সবথেকে ব্যস্ততম রাস্তা। এই রুটের বদলে অন্য একাধিক রুট দিয়ে গাড়ি ঘোরানোর সিদ্ধান্ত নিয়েছে ট্র্যাফিক পুলিশ। তবে এতে যে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে উঠবে, তা বলাই বাহুল্য।

কোন রাস্তা বন্ধ থাকবে?

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে বেহালা যাওয়ার মূল রাস্তা সন্তোষ রায় রোড বন্ধ থাকবে আগামী দু’মাস। এই রাস্তাজুড়ে নিকাশির পাইপ বসানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এই কারণে টালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা ও এর সংলগ্ন মূল সংযোগকারী রাস্তাটি বন্ধ থাকবে।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার থেকে আগামী দু’মাস অর্থাৎ ৬০ দিন বন্ধ থাকবে কলকাতার এই রাস্তা। এই রাস্তায় ছোটো গাড়ি ও মালবাহী গাড়ি ছাড়াও যাদবপুর, আনন্দপুর থেকে একাধিক সরকারি ও বেসরকারি বাস চলাচল করত। এবার থেকে সেই বাস যাবে ঘুরপথে।

বিকল্প কোন রুটের কথা জানাল ট্র্যাফিক পুলিশ?

ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর, সন্তোষ রায় রোড বন্ধ থাকার ফলে ছোটো গাড়িগুলি টালিগঞ্জ থেকে মুচিপাড়া মোড় হয়ে রাজা রামমোহন রায় রোড, জেমস লং সরণি ধরে জলকল‌্যাণ মোড় বা ডায়মন্ডহারবার রোড দিয়ে বেহালার শখের বাজারে পৌঁছবে। অন্যদিকে, মালবাহী গাড়ি ও বাসগুলি রুট পালটে মুচিপাড়া মোড় থেকে রাজা রামমোহন রায় রোড, জেমস লং সরণি, বীরেন রায় রোড, ডায়মন্ড হারবার রোড হয়ে বেহালা চৌরাস্তা ও শখের বাজারে যাবে। বেহালা থেকেও এই একই রুট ধরে মুচিপাড়া মোড় ও টালিগঞ্জে গাড়ি যাতায়াত করবে, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে।

এই ঘুরপথে যাওয়ার ফলে নিত্যযাত্রীদের যে গন্তব্যে পৌঁছতে বেশ সময় লাগবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই রাস্তায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। আর এর জেরে বেশ নাকাল হতে হয় পথচারীদের। সেই জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের তরফে। আগামী দু’মাস একটু সমস্যায় পড়তে হলেও পরবর্তীতে অন্তত জমা জলের সমস্যা আর পোহাতে হবে না যাত্রীদের।

Back to top button
%d bloggers like this: