দুয়ারে ওষুধ! এবার বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দেবে ড্রোন, শহরের কোথায় কোথায় চালু হল এই পরিষেবা?

করোনা পরিস্থিতির সময় থেকেই বাড়ি বাড়ি ওষুধ সরবরাহ করার পরিষেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নানান প্রথম সারির ওষুধ বিক্রেতা এই পরিষেবা চালু করেছে। এর ফলে প্রবীণ নাগরিকরা অনেকটা উপকৃত হয়েছেন। তবে এই পরিষেবার ক্ষেত্রে যানজট একটা সমস্যা। এর জেরে সময়মত প্রয়োজনীয় ওষুধ পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যা এড়াতে বিশ্বের নানান উন্নত দেশের শহরের মতোই কলকাতাতেও চালু হল ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ করার পরিষেবা। দিল্লির এক স্টার্ট-আপ সংস্থা টিএসএডব্লু অর্থাৎ টেকনিট স্পেস অ্যান্ড অ্যারো ওয়ার্কসের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার থেকেই এই সংস্থা শহরে এই পরিষেবা চালু করেছে। সংবাদ সংস্থা এএনআই-কে টিএসএডব্লু-র ভাইস প্রেসিডেন্ট অর্পিত শর্মা জানান, “শুধুমাত্র ওষুধ সরবরাহের জন্য একটি নির্দিষ্ট ড্রোন পরিষেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। কলকাতা এবং হাওড়ার তীব্র যানজটের কথা মাথায় রেখেই আমরা আকাশপথে ওষুধ সরবরাহের সুবিধার কথা ভেবেছি”।
জানা যাচ্ছে, প্রাথমিকভাবে হাওড়া থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্তই এই পরিষেবা চালু করা হয়েছে। তবে পরবর্তীতে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই পরিষেবা চালুর পরিকল্পনা করেছে এই সংস্থা। এর জন্য ইতিমধ্যেই আরও আটটি জায়গা চিহ্নিত করা হয়েছে সংস্থার তরফে।
এদিন অর্পিতা শর্মা আরও জানান, “একমাসের মধ্যেই আমরা দক্ষিণ কলকাতার কালিকাপুরে ড্রোন ডেলিভারি সার্ভিস চালু করব। আমরা মূলত ড্রোন প্রস্তুতকারক সংস্থা। ড্রোন মারফৎ ওষুধ সরবরাহের এই পরিষেবা সফল হলে আগামী দিনে এফএমসিজি (ভোগ্যপণ্য) এবং ই-কমার্স ক্ষেত্রেও ড্রোন পরিষেবা চালু করতে পারি। আমরা খুব তাড়াতাড়ি একটি উচ্চ-পাল্লার ড্রোন চালু করব, যা কাছের শহরগুলি পর্যন্ত পরিষেবা দিতে পারবে”।
বলে রাখি, অরুণাচল প্রদেশ-সহ ভারতের নানান পাহাড়ি দুর্গম এলাকায় ইতিমধ্যেই ওষুধ ও অন্যান্য চিকিৎসার সরঞ্জাম পৌঁছনোর জন্য পরীক্ষামূলকভাবে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে। এর আগে করোনা পরিস্থিতি সময় ভারতের নানান দুর্গম এলাকায় টিকা পৌঁছে দেওয়ার জন্য ড্রোনের সাহায্য নেওয়া হয়েছিল। শুধু তাই-ই নয়, এর আগে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য কলকাতার বহুতল বাড়িগুলিতে মশা মারার জন্য কলকাতা পুরসভার তরফে ড্রোন ব্যবহার করা হয়েছে।