কলকাতা

স্বাধীনতা দিবসের দিন কমছে কলকাতা মেট্রো সংখ্যা, জেনে নিন পরিবর্তিত সময়সূচী

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন কলকাতায় মেট্রো সংখ্যা কমানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে বলেই জানানো হয়েছে।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, স্বাধীনতা দিবসের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মোট ১৮৮ টি মেট্রো চলাচল করবে। অন্যান্য দিনে তুলনায় ১০০ টি মেট্রো কম চলবে বলে জানা গেছে। দমদম এবং কবি সুভাষ থেকে ৬ টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। অপরদিকে সকাল ৭ টার সময় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো রওনা দেবে।

অন্যদিনের মতো দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো ৯টা ২৮ মিনিটে রওনা দেবে। আবার রাত সাড়ে ন’টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর শেষ মেট্রো যাবে।

শুধু দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ গামী মেট্রোয় কমছে না। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ রুটে অন্যদিন ১০০ টি মেট্রো চলাচল করে কিন্তু ৭৫ তম স্বাধীনতা দিবসে ৯০ টি মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল। তবে সময় অপরিবর্তিত থাকছে।

Back to top button
%d bloggers like this: