কলকাতা

কলকাতার রিজার্ভ ব্যাঙ্ক থেকে চুরি হয়েছিল তাড়া তাড়া নোটের বান্ডিল, তদন্তে নেমে এবার আসল অপরাধীকে গ্রেফতার করল পুলিশ

রিজার্ভ ব্যাঙ্কের কলকাতার শাখা থেকে চুরি হয়ে গিয়েছিল টাকার বান্ডিল। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে হেয়ার স্ট্রীট থানার পুলিশ। তদন্ত করতেই এই চুরির ঘটনায় রিজার্ভ ব্যাঙ্কেরই এক ঠিকাকর্মীকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, ধৃতের নাম শঙ্কর সরোজ। ওই ঠিকাকর্মীর বাড়ি হুগলির চণ্ডীতলায়। রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল যে তাদের পুরনো ও নোংরা নোটের জায়গা থেকে পঞ্চাশ টাকার নোটের দু’টি বান্ডিল পাওয়া যাচ্ছে না। ওই দু’টি বান্ডিল মিলিয়ে মোট এক লক্ষ টাকা ছিল।

ওই নোংরা টাকা বাতিলের জন্য ট্রাঙ্কে করে পাঠানো হচ্ছিল। রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, সেই ট্রাঙ্ক সরানোর সময়ই ওই টাকা হাতিয়েছিল ওই ঠিকাকর্মী। সিসিটিভি ফুটেজ দেখে শঙ্করকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গ্রেফতার করা হয় তাকে।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, ওই চুরি যাওয়া টাকার কিছুটা উদ্ধার করা হয়েছে। বাকি টাকাও উদ্ধার করার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে রিজার্ভ ব্যাঙ্কে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ধরণের ঘটনা ঘটল কী করে?

Back to top button
%d