ফের কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার মা’দ’ক, সল্টলেকের ফ্ল্যাট থেকে গ্রেফতার দম্পতি

সল্টলেকের ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল মা’দ’কের ব্যবসা। খবর পেয়ে ওই ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ-এর আধিকারিকরা। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় লক্ষ লক্ষ টাকা ও মা’দক। রাজ্য পুলিশের এসটিএফের অনুমান, এই মা’দ’ক ব্যবসার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। ওই দম্পতিকে জেরা করে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।
রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে সল্টলেক সেক্টর ফাইভের নওডাঙার ফ্ল্যাটে মা’দ’কের ব্যবসা চলছে। সেই খবর পেয়েই ওই ফ্ল্যাটে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। ফ্ল্যাটে ঢুকে হকচকিয়ে যান তারা। ছাগলের ব্যবসার আড়ালে চলছে মা’দ’কের ব্যবসা।
ওই ফ্ল্যাট থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে তিন কেজি হেরোইন, এক কেজি রাসায়নিক এবং নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা। সূত্রের খবর, ১৫ ঘণ্টার বেশি সময় ধরে ফ্ল্যাটটিতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে ফ্ল্যাটমালিক মোমিন খাদ এবং তার স্ত্রী মেহতাব বেগমকে। তদন্তকারীদের অনুমান, এই দম্পতি ছাড়া এই কারবারে আরও অনেকেই জড়িত। তাদের খোঁজ পেতে দম্পতিকে জোর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
প্রসঙ্গত, গতকাল, বুধবার প্রথমে পার্কসার্কাস এলাকার একটি বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকেই এই ঠিকানার খোঁজ পান তারা। এরপরই দু’টি গাড়িতে চড়ে এসটিএফ-এর তদন্তকারীরা আসেন এই ফ্ল্যাটে। সমস্ত বিষয় খতিয়ে দেখেন তারা।
এলাকাবাসীদের কথায়, কয়েকমাস আগে মোমিন খান ও তাঁর পরিবার এই ফ্ল্যাটে এসেছেন। ওই ব্যক্তি প্রতিবেশীদের সঙ্গে তেমন একটা কথা বলতেন না বলেই জানান স্থানীয়রা। মাঝেমধ্যেই ওই ব্যবসায়ীর বাড়িতে বড় গাড়ি নিয়ে লোকজন আসাযাওয়া করত। এদিন, এরপরই দু’টি গাড়িতে চড়ে এসটিএফ-এর ১২ জন সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান চালায় এই ফ্ল্যাটে। তদন্ত করতেই উদ্ধার হয় মা’দ’ক ও টাকা।