কলকাতা

হোস্টেলের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু প্রথম বর্ষের ছাত্রের, র‍্যাগিংয়ের অভিযোগ সহপাঠীদের, ছাত্রমৃত্যুতে রহস্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

ফের র‍্যাগিংয়ের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। এর জেরে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হল। জানা গিয়েছে, হোস্টেলের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। কিন্তু তার সহপাঠীদের দাবী, ওই ছাত্র র‍্যাগিংয়ের শিকার। এই রহস্যমৃত্যু নিয়ে মামলা করে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম স্বপ্নদীপ কুণ্ড (১৮)। নদিয়ার হাঁসখালির বগুলা এলাকার বাসিন্দা তিনি। দিন দুয়েক আগেই যাদবপুরের প্রথম বর্ষে ভর্তি হন স্বপ্নদীপ। কিন্তু প্রথম দিন ক্লাসে দেখা যায়নি তাঁকে। যা নিয়ে আরও রহস্য দানা বাঁধছে। বুধবার গভীর রাতে হস্টেলের তিনতলায় কী করছিলেন স্বপ্নদীপ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পড়ুয়া সারা শরীরে একাধিক আঘাত চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, এদিন রাতে হোস্টেল থেকে পড়ে যাওয়ার পর স্বপ্নদীপকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ওই পড়ুয়াকে। কিন্তু সেই সময়ই তাঁর দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপরই মৃত্যু হয় স্বপ্নদীপের।

কী জানাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবী, এখনও তারা কোনও লিখিত অভিযোগ পায়নি। কেউ র‍্যাগিং নিয়ে অভিযোগ জানালে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং স্কোয়্যাড এবং অ্যান্টি র‍্যাগিং সেল এই বিষয়ে তদন্ত করবে।

এই ঘটনার খবর পেয়ে আজ, বৃহস্পতিবার সাতসকালে সেখানে পৌঁছে যান বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। স্বপ্নদ্বীপের বাবাও যান সেখানে। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য বলেন, “এমন ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যদি র‍্যাগিংয়ের ঘটনা ঘটে আমরা কড়া পদক্ষেপ করব। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে”।

কী বলছে স্বপ্নদীপের সহপাঠীরা?

স্বপ্নদীপের মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া বলেন, “আমরা যতদূর খবর পেয়েছি, হোস্টেলে ওকে লিঙ্গ নিয়ে অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে। তবে গোটা বিষয়টা পরিষ্কারভাবে জানি না কেউই। আমরাও জানার চেষ্টা করছি। হোস্টেলে আরও যারা থাকে, তাঁদের থেকে খোঁজখবর নিচ্ছি”।

Back to top button
%d bloggers like this: