অবশেষে কাটল জট! পুজোর আগেই খুলে যাচ্ছে নতুন টালা ব্রিজ, উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু কবে? জেনে নিন

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। দীর্ঘ জটের পর এবার জানিয়ে দেওয়া হল কবে ফের চালু হতে চলেছে টালা ব্রিজ। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এর আগে অবশ্য জানিয়েছিলেন যে পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়া হবে। তবে চূড়ান্ত তারিখ জানানো হয়নি। তবে এবার চূড়ান্ত হল তারিখ।
জানানো হয়েছে যে আগামী পরশু অর্থাৎ ২২শে সেপ্টেম্বরই খুলে যাচ্ছে নতুন টালা ব্রিজ। এই নতুন ব্রিজের উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী পরশু বিকেল সাড়ে চারটে নাগাদ টালা ব্রিজের উদ্বোধনের সময় ধার্য করা হয়েছে।
টালা ব্রিজের কাজ কবে শেষ হবে? কবে ফের টালা ব্রিজের ওপর থেকে যানবাহন চলবে? এই প্রশ্ন দীর্ঘদিন ধরে ছিল কলকাতাবাসীর। বিশেষ করে উত্তর কলকাতার মানুষদের মধ্যে বারবার এই প্রশ্নই ঘুরছিল। ফলে টালা ব্রিজের উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই বেশ স্বস্তি পেয়েছেন তারা।
টালা ব্রিজের উদ্বোধনের তারিখ নিয়ে এর আগে বেশ কিছুবার জলঘোলা হয়েছে। নতুন টালা ব্রিজ তৈরির পর তা পরীক্ষানিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার কথা বিশেষজ্ঞ কমিটির। ব্রিজ তৈরির কাজ শেষ হওয়ার পর জানানো হয়েছিল যে ২৪শে সেপ্টেম্বর টালা ব্রিজ খুলে দেওয়া হবে। কিন্তু আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়াররা সেই সময় জানিয়েছিলেন যে ব্রিজ নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিতে দিতে ২৭ বা ২৮শে সেপ্টেম্বর হয়ে যাবে। সেই কারণে ২৯শে সেপ্টেম্বর ব্রিজ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছিলেন ফিরহাদ হাকিম। তবে এবার চূড়ান্তভাবেই জানানো হল যে ২২শে সেপ্টেম্বর উদ্বোধন হতে চলেছে নতুন টালা ব্রিজের।
উল্লেখ্য, ২০১৮ সালে যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে, সেই সময় পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে শহরের নানান সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই সময় টালা ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করা হলে সেই ব্রিজকে পুরো ভেঙে ফেলে নতুন করে গড়ার কথা জানান বিশেষজ্ঞরা।
সেই মতো টালা সেতু ভেঙে নতুন করে ফের তৈরি করা হল। ২০২০ সালের নভেম্বর মাসে নতুন মাঝেরহাট সেতুর উদ্বোধন হয়। সেই সময়ও সাত দিনের জন্য নতুন সেতুর উপর যান চলাচলে নিয়ন্ত্রণ রেখেছিল কলকাতা পুলিশ-সহ পূর্ত দফতর। আর এবার টালা ব্রিজের জন্যও সেই একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।