দিনেদুপুরে ধ’র্ষ’ণ কলকাতায়! বাউল শিল্পীকে তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার, সব জেনেও হাতে টাকা গুঁজে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের

ফের শহর কলকাতায় দিনেদুপুরে ঘটে গেল এক নারকীয় ঘটনা। এক বাউল শিল্পীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাণনাশের ভয় দেখিয়ে চলল পাশবিক অত্যাচার। ঘটনাটি ঘটেছে কলকাতা স্টেশনের কাছে একটি নির্জন এলাকায়। পুলিশে অভিযোগ জানাতে গেলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উল্টোডাঙা থানার বিরুদ্ধে।
জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা একজন সরকার অনুমোদিত বাউল শিল্পী। সূত্রের খবর, গত মঙ্গলবার কিছু সকালে কিছু জিনিসপত্র কিনতে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছিলেন ওই বাউল শিল্পী। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তুলে নিয়ে যায় তাঁকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণদারি থেকে কলকাতা স্টেশন যাওয়ার পথে রেল লাইনের ধারে একটি গোয়ালের মতো জায়গায়।
অভিযোগ, সেই নির্জন জায়গায় নির্যাতিতাকে জোর করে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা। ব্লেড দিয়ে মুখ কেটে দেওয়ার ভয় দেখানো হয় তাঁকে। আর এরপরই চলে পাশবিক অত্যাচার। মহিলাকে প্রাণনাশের হুমকিও দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ।
তবে এখানেই শেষ নয়, এরপর নির্যাতিতা পুলিশে অভিযোগ জানাতে গিয়েও হেনস্থার মুখোমুখি হন বলে জানা গিয়েছে। ১৩ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি তরুণ কান্তি শীল উল্টোডাঙ্গা থানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন, তিনি অভিযোগ করেন গতকাল রাতে ওই মহিলার কাছ থেকে সব শোনার পর যখন উল্টোডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়, তখন কর্তব্যরত অফিসার মহিলার বক্তব্য শুনে তাঁর হাতে কিছু অর্থ গুঁজে দেয়।
ঘটনার কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। পরবর্তীতে ফের উল্টোডাঙা থানায় ওই নির্যাতিতাকে নিয়ে যান স্থানীয়রা। এরপর চাপের মুখে পড়ে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। অভিযোগ দায়েরের পাশাপাশি ওই বাউল শিল্পীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।